Tripura

3 months ago

Tripura:ত্রিপুরায় বন্যা দুর্গতদের পাশে ত্রাণ নিয়ে হাজির তৃতীয় লিঙ্গের মানুষরাও

People of the third gender came with relief to the flood victims of Tripura
People of the third gender came with relief to the flood victims of Tripura

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- গন্ডাছড়ায় হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পর বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আবারও মানবতার পরিচয় দিলেন ত্রিপুরার তৃতীয় লিঙ্গের মানুষেরা।

 আগরতলা শহরের বড়দোয়ালি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে তারা মানুষের পাশে দাঁড়ায়। গাড়ি ভরে চাল ডাল আলু পেঁয়াজ তেল সহ বিভিন্ন সামগ্রী নিয়ে তারা হাজির হয়। বন্যা কবলিত এলাকার মানুষের হাতে তুলে দেন এই ত্রান সামগ্রী।

তৃতীয় লিঙ্গের কয়েকজন জানান, সারা বছর মানুষের কাছ থেকে তারা বকশিশ নেয়। বিয়ের অনুষ্ঠান কিংবা কারো সন্তান হলে তারা মানুষের কাছ থেকে বকশিশ গ্রহণ করেন। তাই এই দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন বলে মনে করেছেন তারা। সমাজ কি বলে তাদের সেটা বড় বিষয় নয়। বড় বিষয় মানবতা। আর মানবতার টানে তারা মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বলে জানান।


You might also like!