Breaking News
 
Bengal elections 2025:মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে বাম, বিজেপি ও কমিশনকে নিশানা: ‘জীবন থাকাকালীন কারও ভোটাধিকার কেড়ে নিতে দেব না’ Mamata Banerjee:‘দ্য বেঙ্গল ফাইলস’ বিতর্কে মমতার তোপ: ‘বাংলার বিরুদ্ধে বদনাম করতে সিনেমায় টাকা দেওয়া হচ্ছে’ TMCP Foundation Day: টিএমসিপি প্রতিষ্ঠা দিবসে আর জি কর প্রসঙ্গে তীব্র ভাষায় কেন্দ্রকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের—একহাত নিলেন বিরোধীদের! SSC Exam 2025: অযোগ্যদের তালিকা ৭ দিনের মধ্যে প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের, এসএসসি নিয়োগে কড়া নজর আদালতের! Bihar On High Alert: নেপাল হয়ে বিহারে জইশ জঙ্গির অনুপ্রবেশ, গোটা রাজ্যে হাই অ্যালার্ট জারি! HC On R G Kar Case: আর জি কর মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, ফের প্রধান বিচারপতির দ্বারস্থ হাই কোর্ট!

 

Tripura

1 year ago

CPIM:নরেন্দ্র মোদীকে এখন গণতন্ত্রের পাঠ নিতে হবে : সিপিআইএম

CPIM
CPIM

 

আগরতলা :নরেন্দ্র মোদীকে এখন গণতন্ত্রের পাঠ নিতে হবে। এটাই এবারকার নির্বাচনের সবচেয়ে বড় পাওনা, বলেছেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। বুধবার লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে এ কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

তিনি আরও বলেন, ২০২৪ লোকসভা নির্বাচনে জনগণ বিশাল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে দেশের সংবিধান ও গণতন্ত্র বাঁচানোর জন্য চেষ্টা করেছেন। ফলাফল দেশের ইতিহাসে বহু বছর লেখা থাকবে এবং মানুষের মনে থাকবে। বিশেষ করে এই ফলাফল দেশের গণতন্ত্র রক্ষার প্রথম ধাপ। আগামী দিন আরও বড় বিজয়ের জন্য দেশ অপেক্ষা করছে। তাই বিরোধীদের দুর্বলতা চিহ্নিত করে আগামীদিনে লড়াই এগিয়ে নিয়ে যেতে হবে, বলেন তিনি।

চৌধুরী আরও বলেন, এনডিএর নেতৃত্বে সরকার গড়া উচিত। কারণ পার্লামেন্টে এখন আর স্বাধীনভাবে আইন পাস করতে পারবে না। জনগণের স্বার্থের কথা চিন্তা করে আইন পাস করতে হবে।

তিনি বলেন, বিজেপি-র ভোটের আগের স্লোগান তুলেছিল “আবকি বার ৪০০ পার।” কিন্তু ৩০০ পার হতে পারল না বিজেপি। তিনি আরও বলেন, গত ১০ বছর দেশের শাসন ক্ষমতায় থেকে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে অপব্যবহার করে এবং মাসল পাওয়ার সহ অগণিত কালো টাকা ব্যবহার করেও এই ফলাফল বিজেপির জন্য বড় পরাজয়। তাই এই ফলাফল দেশের গণতন্ত্রের ও জনগণের বিশাল জয়।

জিতেন্দ্র বলেন, সারা দেশের মানুষের ইচ্ছা ও আকাঙ্ক্ষা এ রাজ্যে প্রতিফলন ঘটাতে পারেনি বিরোধীরা। এটা ফলাফলে বলে দিয়েছে।


You might also like!