Tripura

1 year ago

Tripura :ত্রিপুরার সমস্ত জেলা, মহকুমা ও ব্লকগুলিতে রূপায়ণ করা হচ্ছে পরিকাঠামো উন্নয়নের বিষয়গুলি : কৃষিমন্ত্রী

Dr. Manik Saha
Dr. Manik Saha

 

আগরতলা : উন্নয়ন কর্মসূচি ও পরিকাঠামো উন্নয়নের বিষয়গুলি এখন রাজ্যের সমস্ত জেলা, মহকুমা ও ব্লকগুলিতে রূপায়ণ করা হচ্ছে।  মোহনপুর বাজারে সরকারের উন্নয়ন কর্মসূচি নিয়ে এক আলোচনা সভায় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।

আলোচনা সভায় কৃষিমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার এক ভারত নতুন ভারত গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যেই রাজ্য সরকারও এক ত্রিপুরা-উন্নত ত্রিপুরা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। রাজ্যের সার্বিক বিকাশে সরকার বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে। পরিকাঠামোর উন্নয়ন ও জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য এক ত্রিপুরা-উন্নত ত্রিপুরা গড়ে তোলা।

তিনি বলেন, মোহনপুরে ইতিমধ্যেই দ্বিতল মার্কেট স্টল নির্মাণের কাজ শেষ হয়েছে। মোহনপুরে একটি উন্নতমানের টাউনহল নির্মাণের কাজ চলছে। মোহনপুর মহকুমায় বিভিন্ন বিদ্যালয়ের পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। ৩টি জিম নির্মাণ করা হয়েছে। আরও নতুন ৫টি জিম নির্মাণ করা হবে। তিনি জানান, মোহনপুরের তুলাবাগানে ইতিমধ্যেই সিন্থেটিক ফুটবল মাঠ নির্মাণের কাজ শেষ হয়েছে। এজন্য ব্যয় হয়েছে ৫ কোটি টাকা। মোহনপুরে পাবলিক লাইব্রেরী নির্মাণের কাজ প্রায় শেষের পথে।

মোহনপুর মহকুমায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার উদ্যোগ নিয়েছে। মোহনপুরে বেইলি ব্রিজ নির্মাণের কাজ খুব শ্রীঘ্রই সমাপ্ত হবে। এই বেইলি ব্রিজ নির্মাণে ব্যয় হবে ৩ কোটি টাকা। উন্নত যোগাযোগ ব্যবস্থাই এলাকার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডিসি'র কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা, মোহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারপার্সন শঙ্কর দেব, লেফুঙ্গা বিএসি'র চেয়ারম্যান রণবীর দেববর্মা ও পূর্ত দপ্তরের আধিকারিকরা। 

You might also like!