Tripura

4 months ago

Tripura: মোহনপুরে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির উদ্বোধন ২৭ আগস্ট, প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত

Inauguration of Siddheshwari Mae Temple at Mohanpur on August 27, preparatory meeting held
Inauguration of Siddheshwari Mae Temple at Mohanpur on August 27, preparatory meeting held

 

আগরতলা  : আগামী ২৭ আগস্ট পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার অন্তর্গত বড়কাঁঠালস্থিত শ্রীশ্রী শান্তিকালী সেবাশ্রমের চিত্ত মহারাজের সিদ্ধেশ্বরী মায়ের মন্দির উদ্বোধনকে সামনে রেখে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় বিভিন্ন লাইন দপ্তরের আধিকারিকদের নিয়ে।

বৈঠকে উপস্থিত ছিলেন শ্রীশ্রী শান্তিকালী সেবাশ্রমের প্রতিষ্ঠাতা চিত্ত মহারাজ, বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতনলাল নাথ, পরিবহণ ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, উপজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা, এডিসির শিক্ষা দফতরের কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা, আগরতলার মেয়র দীপক মজুমদার, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, মোহনপুরের মহকুমাশাসক সুভাষ দত্ত, মোহনপুরের এসডিপিও বিজয় সেন সহ বিভিন্ন লাইন দফতরের আধিকারিকরা।

অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, আগামী ২৭ আগস্ট বড়কাঁঠালস্থিত শ্রীশ্রী শান্তিকালী সেবাশ্রমের সিদ্ধেশ্বরী মায়ের মন্দির উদ্বোধন হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসার ডা. মানিক সাহা সহ মন্ত্রী ও বিধায়করা।

পাশাপাশি তিনি বলেন, চিত্ত মহারাজ সম্প্রতি তাঁর কাজের জন্য পদ্মশ্রী পেয়েছেন। তাঁর এই উদ্যোগকে সার্বিকভাবে সার্থক করতে সবাই এগিয়ে এসেছেন।

You might also like!