Tripura

1 month ago

Jiten Chowdhury:ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের ফেসবুক পেজ ভূয়া : বিরোধী দলনেতা

Jiten Chowdhury
Jiten Chowdhury

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিটব্যুরো সদস্য মানিক সরকারের কোন ফেসবুক একাউন্ট বা পেজ নেই। সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন চৌধুরী  বিষয়টি স্পষ্ট করেছেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জানান, সংশ্লিষ্ট ফেসবুক একাউন্টটি মানিক সরকারের নয়। সাইবার সেলে এই নিয়ে আগেই অভিযোগ জানানো হয়েছে। কিন্তু অ্যাকাউন্টটি এখনও ডিলিট করা হয়নি। বিরোধী দলনেতা আরো জানান, মানিক সরকারের নামে ভূয়া ফেসবুক একাউন্টে বিভিন্ন বিষয়ে বিবৃতি প্রচার করা হচ্ছে। শত্রুপক্ষের লোকেরাই এটা করে থাকতে পারে বলে অভিমত ব্যক্ত করে বিরোধী দলনেতা জানান, সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্টে কিছু কিছু বিবৃতি সম্প্রীতিবিরোধী বলে শুনেছেন তিনি।

তিনি আরো জানান, এই ভূয়া অ্যাকাউন্টকে কেন্দ্র করে তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মা বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করে চলছেন। এদিন সিপিআইএম রাজ্য সম্পাদক আরো জানান, ফেসবুকের বিষয়টি পুলিশকে আবারো লিখিতভাবে জানানো হবে। উল্লেখ্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকারের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যব্যাপী রাজনৈতিক মহলে গুঞ্জন সৃষ্টি হয়েছে।


You might also like!