Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Tripura

11 months ago

শিক্ষা-সপ্তাহে বর্ণময় ক্রীড়া কার্যসূচি কমলপুর ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয়ে

Kamalpur English Medium school (symbolic picture)
Kamalpur English Medium school (symbolic picture)

 

ধলাই (ত্রিপুরা), ২৪ জুলাই : নয়া শিক্ষা নীতির অধীন গোটা রাজ্যে চলছে শিক্ষা-সপ্তাহ। এ উপলক্ষ্যে বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে স্কুলে স্কুলে। এর মধ্যে আলাদা ও নিবিড় কার্যসূচি হাতে নিয়েছে ধলাই জেলার কমলপুর মহকুমা সদরের বিদ্যাজ্যোতি মিশন স্কুল কমলপুর ইংরেজি মাধ্যম দ্বাদশ। সপ্তাহব্যাপী এই কার্যসূচির অধীন আজ বুধবার ছিল ক্রীড়া-দিবস। ভারতীয় বিভিন্ন ইভেন্টের খেলাধুলা যেমন কাবাডি, গোল্লা ছুট, রুমাল দৌড় ইত্যাদির আয়োজন করা হয় স্কুলে। বিশেষ করে স্কুলের প্রাথমিক বিভাগের জন্য ছিল এই আয়োজন।

এদিন ক্রীড়া-শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে ছাত্রছাত্রীরা আনন্দ ও উৎসাহের সঙ্গে বিভিন্ন খেলাধুলায় অংশ নিয়েছে। ক্রীড়ানুষ্ঠানে ছিলেন স্কুলের ভাইস প্রিন্সিপাল অভিজিৎ ভৌমিক, প্রাথমিক বিভাগের প্রধানশিক্ষক শিশুরঞ্জন দাস প্রমুখ। উৎসাহের সঙ্গে খেলাধুলা উপভোগ করেছেন অভিভাবকরাও। মঙ্গলবার শিক্ষা-সপ্তাহ উপলক্ষ্যে ছিল শিক্ষক-অভিভাবকদের মধ্যে আলোচনাচক্র। মূলত শিক্ষা-সপ্তাহ এবং নিপুন মিশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন শিক্ষকরা। নিজেদের বক্তব্য তুলে ধরেন অভিভাবকরাও।

You might also like!