Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Tripura

1 year ago

Tripura:লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হতেই দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় কেন্দ্রীয় বাহিনীর ফ্ল্যাগ মার্চ

Central forces flag march
Central forces flag march

 

বিলোনিয়া : প্রতীক্ষার অবসান। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয় শনিবার। ১৯ এপ্রিল থেকে শুরু হবে নির্বাচন। সাতদফায় নির্বাচন সম্পন্ন হবে। ত্রিপুরায় দুটি পর্যায়ে সেই নির্বাচন সম্পন্ন হবে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন হবে ১৯ শে এপ্রিল এনং পূর্ব ত্রিপুরা আসনে নির্বাচন সম্পন্ন হবে ২৬ শে এপ্রিল।নির্বাচন কমিশনের কোড অফ কন্ডাট শনিবার থেকে কার্যকার হয়ে গেছে।

নির্বাচন যাতে অবাধ এবং সুষ্ঠ ভাবে সম্পন্ন হয় তার জন্য শনিবার বিকেল সাড়ে পাঁচটায় দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া পুলিশ স্টেশন থেকে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ বাহিনীকে নিয়ে জেলা শাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, দক্ষিন জেলার পুলিশ সুপার অশোক কুমার সিনহা ও মহকুমা শাসক রিঙ্কু লাথারকে নিয়ে ভোটারদেরকে সচেতন করার লক্ষ্যে ফ্ল্যাগ মার্চে বেরিয়েছেন। ফ্ল্যাগ মার্চকে কেন্দ্র করে জেলা শাসক বলেন, মানুষকে সচেতন করার জন্যই আজকের এই ফ্ল্যাগ মার্চ। আমরা চাই ভোট হোক সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে। সব জায়গায় যাতে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয় তার জন্যই আজকের এই উদ্যোগ।

এদিকে, বিলোনীয়া থানা থেকে বনকর ঘাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এই ফ্ল্যাগ মার্চেকে ঘিরে ব্যাপক তৎপরতা। জেলা শাষক ও জেলা পুলিশ সুপারের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দুই সাড়িতে এমন ভাবে বহর চলল যান চলাচল স্তব্দ হয়ে পড়ে। যানজটের সৃষ্টি হয় শহর জুড়ে।

You might also like!