Breaking News
 
Bengal elections 2025:মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে বাম, বিজেপি ও কমিশনকে নিশানা: ‘জীবন থাকাকালীন কারও ভোটাধিকার কেড়ে নিতে দেব না’ Mamata Banerjee:‘দ্য বেঙ্গল ফাইলস’ বিতর্কে মমতার তোপ: ‘বাংলার বিরুদ্ধে বদনাম করতে সিনেমায় টাকা দেওয়া হচ্ছে’ TMCP Foundation Day: টিএমসিপি প্রতিষ্ঠা দিবসে আর জি কর প্রসঙ্গে তীব্র ভাষায় কেন্দ্রকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের—একহাত নিলেন বিরোধীদের! SSC Exam 2025: অযোগ্যদের তালিকা ৭ দিনের মধ্যে প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের, এসএসসি নিয়োগে কড়া নজর আদালতের! Bihar On High Alert: নেপাল হয়ে বিহারে জইশ জঙ্গির অনুপ্রবেশ, গোটা রাজ্যে হাই অ্যালার্ট জারি! HC On R G Kar Case: আর জি কর মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, ফের প্রধান বিচারপতির দ্বারস্থ হাই কোর্ট!

 

Tripura

1 year ago

Forest Minister Animesh Debvarma:সরকারি প্রকল্প ও পরিষেবার সুবিধা প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে হবে : বনমন্ত্রী

Forest Minister Animesh Debvarma
Forest Minister Animesh Debvarma

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সরকারি প্রকল্প ও পরিষেবার সুবিধা প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে হবে। পাশাপাশি উন্নয়ন কর্মসূচি রূপায়ণের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে। খোয়াই জেলার তুলাশিখর ব্লক কার্যালয়ের মিলনায়তনে সোমবার ব্লকের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে এক পর্যালোচনাসভা একথা বলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা।

পর্যালোচনাসভায় বনমন্ত্রী জনজাতি কল্যাণ দপ্তরের প্রকল্পে সাঁওতাল সম্প্রদায়ের ২ জন সুবিধাভোগীর হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেন। এছাড়া সভায় ব্লকের বিডিও অভেদ লুঙমুয়ানা দার্লং তুলাশিখর ব্লকের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির তথ্য তুলে ধরেন। সভায় শিক্ষা, স্বাস্থ্য, পানীয়জল ও স্বাস্থ্যবিধান, কৃষি, বিদ্যুৎ, বন, পূর্ত, মৎস্য, গ্রামোন্নয়ন, শ্রম, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা এবং প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকগণও ব্লকে সংশ্লিষ্ট দপ্তরের উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন।

এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্য অনন্ত দেববর্মা, তুলাশিখর বিএসির চেয়ারম্যান প্রদীপ কুমার দেববর্মা, ভাইস চেয়ারম্যান সোতাম্বর দেববর্মা, এডিসি'র খোয়াই জোনাল চেয়ারম্যান বিশু দেববর্মা প্রমুখ। 


You might also like!