Tripura

1 year ago

Tripura:ত্রিপুরার চুড়াইবাড়িতে প্রায় ৪০ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, বাজেয়াপ্ত লরি, ধৃত এক

About 40 lakh worth of ganja recovered in Churaibari of Tripura, seized lorry, arrested
About 40 lakh worth of ganja recovered in Churaibari of Tripura, seized lorry, arrested

 

ধর্মনগর , ৭ আগস্ট (হি.স.) : বহিঃরা‌জ্যে পাচা‌রের প‌থে উত্তর ত্রিপুরার আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবাড়ি পু‌লি‌শের হা‌তে বাজেয়াপ্ত হয়েছে প্রায় শুকনো গাঁজা বোঝাই একটি লরি। গাঁজা পাচারের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে উত্তরপ্রদেশের খুশিনগর জেলার নির্ভয়া গ্রামের বাসিন্দা লরি চালক রাধেশ্যাম দুবেকে। বাজেয়াপ্তকৃত গাঁজাগুলির আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকা হবে বলে ধারণা পুলিশের।

ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) দেবাশিস সাহা জানান, আজ সোমবার দুপুরের দিকে চুড়াইবাড়ির নবাগত ওসি সমরেশ দাস ও এসআই বিশ্ব‌জিৎ দাস থানার সামনে ৮ নম্বর অসম-ত্রিপুরা জাতীয় সড়কে নাকা পয়েন্ট গড়ে বিভিন্ন গাড়িতে তালাশি চালান।

এক সম‌য় সি‌জি ০৪ এফ‌ডি ৯৪৮৯ নম্বরের একটি ১২ চাকার লরি অস‌মে প্রবে‌শের জন্য আন্তঃরাজ্য সীমান্তবর্তী চেকগে‌টে আসে। পু‌লিশের কর্তব্যরত দল লরির ক্যাবিনে তৈরি গোপন চেম্বার থেকে ৪৩ প্যাকেটে ২৯৭ কিলোগ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে।

এসডিপিও সাহা জানান, বাজেয়াপ্তকৃত গাঁজাগুলি আগরতলা থেকে অসম হয়ে ব‌হিঃরা‌জ্যে পাচা‌রের পরিকল্পনা ছিল মাদকচক্র। পু‌লিশ ঘটনা সম্পর্কে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে, জানান তিনি।

You might also like!