Tripura

4 months ago

Tripura:আইপিএফটি-তে যোগদান বিভিন্ন দলের ৪৭ জনের

47 people from different groups attended the IPFT
47 people from different groups attended the IPFT

 

খোয়াই (ত্রিপুরা)  : পাহাড়ে শক্তি বেড়েছে সরকারের শরিক আইপিএফটি দলের। আজ শনিবার খোয়াই জেলার তেলিয়ামুড়া এলাকায় আইপিএফটি-তে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যোগ দিয়েছেন ১১ পরিবারের ৪৭ জন ভোটার।

আঠারোমুড়া ভিলেজ কমিটি এলাকায় আজকের দল বদল অনুষ্ঠানে নবাগতদের দলীয় পতাকা দিয়ে বরণ করেছেন দলের সেন্ট্রাল এগজিকিউটিভ কমিটির সহ-সম্পাদক এবং মুঙ্গিয়াকামি ব্লকের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সুনীল দেববর্মা, দলের পূর্ব তেলিয়ামুড়া ডিভিশনের সহ-সভাপতি ধ্রুবসাই রিয়াং সহ অন্যরা।তাঁদের যোগদানে আইপিএফটি-র শক্তি অনেক বাড়বে বলে মনে করছেন দলীয় নেতৃত্ব।

You might also like!