Breaking News
 
Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়!

 

Travel

2 years ago

Kaziranga National Forest : জঙ্গল সাফারি কী আপনার পছন্দ ! তবে বেড়িয়ে আসুন কাজিরাঙা জাতীয় উদ্যান

Kaziranga National Forest
Kaziranga National Forest

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঘোরা মানে শুধু পাহাড় আর সমুদ্র নয়। বেড়ানোর অন্যতম এক প্রাকৃতিক উপাদান বিভিন্ন পশুর জীবনের সন্ধান। যারা জঙ্গল ও বন্য জীবন একসঙ্গে দেখতে চান তাদের জন্য রইল কাজিরাঙা জাতীয় উদ্যানের কিছু খোঁজ-খবর। ফেব্রুয়ারি মাসে অসমের কাজিরাঙা ন্যাশনাল পার্ক ভ্রমণের প্ল্যান করে ফেলতে পারেন। এই অভয়ারণ্যটি প্রধানত বিলুপ্তপ্রায় প্রাণী গণ্ডারের জন্য বিখ্যাত। ভ্রমণার্থীদের জন্য এই অভয়ারণ্যটি নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত খোলা থাকে। এখানে গণ্ডার ছাড়াও বিভিন্ন প্রজাতির পশু এবং নানান ধরণের পাখিদের দেখা পাওয়া যায়; আর সেই কারণেই পশুপ্রেমী মানুষের কাছে এই অভয়ারণ্যটিকে স্বর্গ বললেও কোনও ভুল হবে না। তবে সম্পূর্ণ অভয়ারণ্য ভ্রমণ এবং অজানা পশুদের সন্ধান পাওয়ার জন্য ফেব্রুয়ারি মাসটা এক্কেবারে আদর্শ। এই সময় এখানকার তাপমাত্রা ২৫ডিগ্রি থেকে ৫ ডিগ্রির মধ্যে থাকে। এমন সুন্দর পরিবেশে অর্থাৎ না গরম,না শীত - কাজিরাঙা ভ্রমণ আদর্শ সময়।

এখানে আপনাকে মনে রাখতে হবে যে আপনি পশুর সান্নিধ্যে এসেছেন। তাহলে মন উজাড় করে ঘুরতে পারবেন।অনেক অচেনা পশু এবং পাখীদের সাথে আলাপ করে আসতে পারেন, বনের রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী থাকতে বনের মধ্যে রাত্রিবাসের প্ল্যান করতে পারেন, মাজুলি দ্বীপপুঞ্জ ঘুরে দেখতে পারেন, শিবসাগরের স্থাপত্যশিল্পের কারুকার্য দেখে মুগ্ধ হতে পারেন এবং অসমের বিখ্যাত চা বাগান পরিক্রমা করে আসতে পারেন।


 যাওয়া - যেভাবেই যান কোলকাতা থেকে আগে গৌহাটি পৌঁছাতে হবে। তবে 

কাজিরাঙা পৌঁছনোর জন্য সবচেয়ে সহজ পথটি হল বিমানযাত্রা। ভারতের যে কোনও জায়গা থেকে পৌঁছে যান গুয়াহাটি বিমানবন্দর। বিমানবন্দর থেকে একটা ছোট গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন অভয়ারণ্যে। আর অভয়ারন্যের নিকটতম রেলস্টেশনটি হল হেলেম, যা অভয়ারণ্য থেকে ৩০কিমি দূরে অবস্থিত। তবে গৌহাটি থেকে ট্রেনে হেলেম গিয়েও গাড়ি ভাড়া নিয়ে যেতে পারেন।

 থাকা - জঙ্গলের বাইরে ও ভেতরে থাকার অনেক ভালো জায়গা আছে। তবে বনের মধ্যে রাত্রিবাস করতে চাইলে নেচার হান্ট ইকো ক্যাম্পে থাকতে পারেন, আর আপনি যদি বিলাসবহুল হোটেলে রাত্রিবাস করতে চান তাহলে ইনফিনিটি রিসোর্ট কাজিরাঙাকে বেছে নিতে পারেন। মনের আনন্দে ঘুরে আসুন কাজিরাঙা জাতীয় উদ্যান।

You might also like!