Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Travel

1 year ago

Jaipur Jungle :ঘুরে আসুন 'জয়পুর জঙ্গল' থেকে - অনাবিল আনন্দ নিয়ে ফিরবেন

Visit the 'Jaipur Jungle' - you will return with endless joy
Visit the 'Jaipur Jungle' - you will return with endless joy

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   বর্ষায় জঙ্গল সাধারণত মানুষ ততটা পছন্দ করে না। তাছাড়া এই সময় রিজার্ভ ফরেস্টগুলোতে যাওয়া নিষেধ। কিন্তু এই জঙ্গলে যাওয়া নিষেধ নয়। আপনার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরেই রয়েছে এই জঙ্গল। এই জঙ্গলের নাম ‘জয়পুর জঙ্গল'। কলকাতা থেকে মাত্র ১৭৫ কিলোমিটার দূরে বাঁকুড়ার এই জঙ্গল আছে। সড়ক পথে চার/সাড়ে চার ঘন্টায় পৌঁছে যাবেন এই জঙ্গলে। আর যদি ট্রেনে যান সে ক্ষেত্রে প্রথমে হাওড়া থেকে বিষ্ণুপুর গ্রামের কোন ট্রেনে উঠে পড়তে হবে। সেখান থেকে জয়পুর জঙ্গল মাত্র ১২ কিমি। এখানে আপনি একটি ক্যাব নিয়েও চলে যেতে পারেন। মন ভরে বিশুদ্ধ বাতাসের সঙ্গে অনাবিল আনন্দ নিয়ে ফিরবেন।

 বাঁকুড়ার লাল মাটিতে রয়েছে সুন্দর সোঁদা গন্ধ!দুইদিকে সারি সারি গাছের মধ্যে দিয়ে চলে গিয়েছে রাস্তা। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন ভরে যাবে। এর সাথে বাঁকুড়ার লাল মাটি তো রয়েছেই। এই জঙ্গলের শাল, সেগুন, মহুয়া নিম গাছ যেন মাথা দুলিয়ে আপনাকে স্বাগত জানাচ্ছে। এর সাথেই জঙ্গলের  ভিতরে হাতি ও চিতল হরিণের দেখা মিলবে। ভোরবেলা ঘুম ভাঙবে পাখির কিচিরমিচির শব্দতে। আছে অজস্র প্রজাতির পাখি। এখানেও থাকার ব্যবস্থা রয়েছে। এই জঙ্গলের কাছাকাছি অনেকগুলো রিসোর্ট এবং হোমস্টে রয়েছে। তবে যাবার আগে এগুলো বুক করে নেওয়াই ভালো তাহলে আপনার কিছুটা ঝুঁকি কমবে। আর আপনি যদি বিষ্ণুপুর হয়ে যান তাহলে সেখানকার টেরাকোটার মন্দির একবার দর্শন করে নিতে পারেন।

You might also like!