Travel

1 year ago

Udaipur and Talsari sea-beaches : ঘরের কাছে উদয়পুর ও তালসারি সমুদ্র-সৈকত

Udaipur and Talsari
Udaipur and Talsari

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলা-উড়িষ্যা বর্ডার অঞ্চলের এই দুই সমুদ্র সৈকত  বেশ মনোরম। পরিবার নিয়ে ২/৩ দিনের জন্য খুব আদর্শ জায়গা। 

উদয়পুর - উদয়পুরের প্রধান আকর্ষণ হলো এর অর্ধেক পসচিমবঙ্গে ও বাকি অর্ধেক উড়িষ্যার মধ্যে। এই জনহীন সমুদ্র সৈকতটি প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এবং নিউ দিঘা ও তালসারীর মধ্যে অবস্থিত। তবে এই সৈকত এখন ভীষণ জনপ্রিয়। এখানে এসে আপনি সমুদ্রের ধারে চেয়ার টেবিলে বসে বন্ধুদের সঙ্গে সমুদ্র উপভোগ করতে পারবেন। বিভিন্ন সামুদ্রিক মাছ, কাঁকড়া, চিংড়ি নিজেদের মত রান্না করিয়ে নিয়ে খেতে পারবেন। এখানে গিয়ে আপনি সমুদ্রের ধারে বাইক রাইডিং করতে পারবেন এই সুযোগ ও রয়েছে এই সমুদ্র সৈকতে। এছাড়াও সৈকতে বসেই আপনি ব্রেকফাস্ট এমন কি লাঞ্চও সেরে নিতে পারেন।

  তালসারি - ওড়িয়া ভাষায় তালসারি বলতে খেজুর গাছের সারি বোঝানো হয়। এখন অবশ্য নেই কোনো খেজুর বন। তালাসারি ওড়িশার অন্যতম প্রশান্ত ও অপ্রচলিত একটি সৈকত। বঙ্গোপসাগরের তীরে এই সৈকতের জলরাশি খুব শান্ত, অর্থাৎ এটি নিরাপদ সৈকতগুলির মধ্যে একটি।

এখানে তাল গাছের সারিগুলি সৈকতের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে, এবং সুবর্ণরেখা নদীর তীর্যক দৃশ্যটি সৈকতের দৃশ্যকে আরো আকর্ষণ করে।

বঙ্গোপসাগরের তীরে এই সৈকতের জলরাশি খুব শান্ত, অর্থাৎ এটি নিরাপদ সৈকতগুলির মধ্যে একটি।

এখানে তাল গাছের সারিগুলি সৈকতের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে, এবং সুবর্ণরেখা নদীর তীর্যক দৃশ্যটি সৈকতের দৃশ্যকে আরো আকর্ষণ করে।

  যাওয়া - দিঘাগামী বসে এখন সোজা উদয়পুর যাওয়া যাচ্ছে। ওখান থেকে অটো করে অদূরেই তালসারি।

  থাকা - সরকারি ও বেসরকারি প্রচুর হোটেল আছে।

You might also like!