Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Travel

1 year ago

Dagara Sea Beach:নতুন অফবিট সমুদ্র সৈকত 'দাগারা সৈকত।

Dagara Sea Beach
Dagara Sea Beach

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দিঘা-পুরী গিয়ে ক্লান্ত। এবার একেবারে অন্য কোনও জায়গায় যেতে মন চাইছে। কলকাতার একেবারে কাছেই মাত্র কয়েকঘণ্টার মধ্যেই পৌঁছে যান সমুদ্র সৈকতে। গাড়িতেই সেখানে পৌঁছানো যায়। ট্রেন-বাসের ঝক্কি নেওয়ার প্রয়োজন নেই। সেই নির্জন সৈকতের নাম দাগারা সৈকত।

নামটা অন্যরকমের ঠিকই। দিঘা থেকে খুব বেশি দূরেও নয়। কিন্তু একেবারেই অন্যরকমেরক সৈকত। হুড়োহুড়ি করা ভিঁড় নেই এখানে। খড়গপুর থেকে মাত্র কয়েক ঘণ্টা দূরত্বে এই দাগারা বিচ। কাছেই রয়েছে আবার জলেশ্বর মন্দির। কাজেই দুটি জায়গা একসঙ্গে দেখে নিতে পারবেন।

সুবর্ণ রেখা নদী পেরিয়ে যেতে হবে দাগারা বিচে। রাস্তা খুব ভাল। মানে সপ্তাহান্তে লং ড্রাইভ সঙ্গে সমুদ্রের হাত ছানি পারফেক্স উইকেন্ড ট্রিপ তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এখানেও সমুদ্র বেশ উত্তাল স্নান করতে মজা লাগবে। সৈকতের চারপাশে যথারীতি ঝাউবন। ঠিক যেমনটা দিঘায় রয়েছে। তবে দিঘার থেকে এই সৈকত অনেক নিরিবিলি। গুটি কয়েক পর্যটকের দেখা মিললেও মিলতে পারে তবে তার সংখ্যা নগন্য মাত্র।

এই সৈকতে মৎস্যজীবীদের ট্রলারের আনাগোনা দেখতে পাবেন। উত্তাল ঢেউ সামলে কীভাবে মৎস্যজীবীরা নৌকা ভাসান সাগরে সে দৃশ্য উপভোগ করতে পারবেন। এখানে পিকনিকে সবরকম বন্দোবস্ত রয়েছে। সৈকতে আসার আগেই সেসব ভাড়া দেওয়ার দোকান রয়েছে। যদি রান্না করতে খেতে ইচ্ছে করে সমুদ্র পাড়ে। তাহলে তার অপশন রয়েছে। আবার খাওয়ার অনেক হোটেল রয়েছে।

এখানে থাকতে গেলে সরকারি একটি হেস্ট হাউস রয়েছে। খুব ভাল না হলেও এক রাত থাকা যায়। না হলে খড়গপুরে স্টে করে সেখান থেকে এই সৈকতে বেড়িয়ে আবার ফিরে আসা যায় খড়গপুরে। সুন্দর একটা অল্প খরচে সপ্তাহান্তে বে়ড়ানোর জায়গা। দুএকটি বেসরকারি লজ রয়েছে। তবে সেটা সমুদ্র থেকে একটু দূরে।


You might also like!