দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঝাড়গ্রামে বেড়াতে আসা পর্যটকদের মনোরঞ্জনের জন্য এক বিশেষ উদ্যোগ নিল প্রশাসন, জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে তৈরী হল ‘সেলফি জোন’। এই সেলফি জোনের উদ্বোধন করেন রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। এর পাশাপাশি বন্যপশুদের শুশ্রূষার জন্য চালু হল অ্যাম্বুলেন্সও। সাথে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বানানো পণ্য নিয়ে নিয়ে পার্কের ভিতরেই একটি বিপণন কেন্দ্রেরও সূচনা করা হয়। বাবুই ঘাসের ব্যাগ, ঘর সাজানোর জিনিসপত্র, পাথরের বিভিন্ন জিনিসপত্র, আচার ইত্যাদি না না সামগ্রী পাওয়া যাবে এই বিপণন কেন্দ্রে।
পশ্চিমবঙ্গে তো বটেই দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকরা বর্তমানে ভিড় জমান এই জঙ্গলমহলে, এর প্রাকৃতিক সৌন্দর্য্য এবং গ্রামীন পরিবেশ পর্যটকদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে, যা বাংলার পর্যটন শিল্পের ক্ষেত্রে অবশ্যই একটি ইতিবাচক দিক। জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক কর্তৃপক্ষ সূত্রে খবর, গত বছর ডিসেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত প্রায় ২ লক্ষ পর্যটক পার্কে পা রেখেছেন। ঝাড়গ্রামের জঙ্গলে হরিণ ছাড়াও নেকড়ে, হায়না, হাতি-সহ বিভিন্ন জীবজন্তুর দেখা মেলে।