দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দোল ও হোলি আসন্ন। আর দোলের কথা শুনলেই প্রথমে মনে পড়ে শান্তিনিকেতনের কথা। কিন্তু এখন শান্তিনিকেতনে বাইরের লোকের প্রবেশ নিষেধ। বাইরে থেকে দেখে নিতে পারেন রাবীন্দ্রিক বসন্ত উৎসব। তারপর ঘুরে আসুন অদূরেই 'সৃজনী গ্রাম' - শিল্পীদের গ্রাম।
শান্তিনিকেতন থেকে অনেক জায়গায় ঘুরে নেওয়া যায়। খোয়াইয়ের হাট থেকে শুরু করে গোয়ালপাড়া, আমার কুটির একাধিক জায়গা রয়েছে সেখানে। কিন্তু অনেকেই এই সৃজনী গ্রামের কথা জানেন না। শান্তিনিকেতর থেকে কয়েক কিলোমিটার দূরেই রয়েছে সেই গ্রাম। সেখানে এক ছাদের তলায় উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির জীবনযাত্রা দেখা যাবে অনেকটা জায়গা জুড়ে তৈরি হয়েছে এই এলাকাটি। বোলপুর থেকে টোটো করে চলে আসা যায় এখানে।মনের খুশিতে সমস্ত ভারতের শিল্পকলা দেখুন।পছন্দ হলে কিনে নিন ঘর সাজানোর জন্য।
উত্তর-পূর্ব ভারতের একাধিক শিল্পীর তৈরি সৃষ্টি রয়েছে এই সৃজনী গ্রামে। এখানে রাঢ়বঙ্গের মানুষের উৎসব, লোক সংস্কৃতি থেকে শুরু করে আদিবাসী সাঁওতালিদের উৎসব তাঁদের জীবন যাত্রা দেখানো হয়েছে। এমনকী উত্তর-পূর্ব ভারতের একাধিক জায়গার মানুষের জীবন যাত্রা দেখানো হয়েেছ বিভিন্ন শিল্পের মাধ্যমে। শিল্পীদের তৈরি কাজ মুগ্ধ করবে। এই সৃজনী গ্রামেই রয়েছে একটা পুকুর। গাছের ছায়ায় সেই পুকুর পাড়ে বসলে দিন কেটে যাবে। গত কয়েকমাসে শান্তিনিকেতনের জনপ্রিয়তম জায়গা হয়ে উঠেছে খোয়াইয়ের হাট। খোয়াইয়ের এই হাটে পর্যটকরা সবথেকে বেশি ভিড় করে থাকে। সোশ্যাল মিডিয়ায় জুড়ে খোয়াইয়ের হাটের জনপ্রিয়তা তুঙ্গে। খুব কমলোকই তাই সৃজনী গ্রামে যান। এই সৃজনী গ্রামেও শিল্পীদের তৈরি সামগ্রি সব বিক্রি হয়। ইচ্ছে করলে সেখানে গিয়ে কেনাকাটাও কিনে নিতে পারেন। বিভিন্ন আঙ্গিকের শিল্পীদের শিল্পকলায় মুগ্ধ হয়ে সকলেই ওই গ্রামের নাম দিয়েছে 'সৃজনী গ্রাম।'