কলকাতা, ১৭ নভেম্বর : উত্তুরে হাওয়ার সৌজন্যে একটু একটু করে কমছে তাপমাত্রার পারদ। তাপমাত্রা কমতেই কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গেই শীতের আমেজ অনুভূত হচ্ছে। পুরুলিয়া, বীরভূমের মতো পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডা তুলনামূলকভাবেই বেশি। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি কম।
রবিবাসরীয় সকালে কলকাতা ও লাগোয়া জেলাগুলির পাশাপাশি সমগ্র পশ্চিমবঙ্গেই শীতের আমেজ অনুভূত হয়েছে। কোথাও কোথাও কুয়াশাও ছিল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণে রাতের (সর্বনিম্ন) তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। তার পরের দু’দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আপাতত শুষ্কই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া।