Travel

1 year ago

Dara Gaon and Santuk: গরমে অফবিট পাহাড় - 'দারা গাঁও' ও 'সান্তুক'

Offbeat hills in summer - 'Dara Gaon' and 'Santuk'
Offbeat hills in summer - 'Dara Gaon' and 'Santuk'

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্কুল-কলেজের ছুটি আসন্ন। এই সময় পরিবার নিয়ে ৩/৪ দিনের জন্য কোনো শৈল শহরে যাওয়ার যদি পরিকল্পনা থাকে,তাহলে আমাদের 'ভ্রমণ সাথীর' প্রস্তাব - দারা গাঁও অথবা সান্তুক। কেন এই প্রস্তাব? আমরা দেখেছি, ট্রেডিশনাল জায়গা দার্জিলিং,কালিংপং বা কার্শিয়াংএ এই সময় প্রবল ভিড় হয়। খরচও তাই অনেকটা বেশি। কিন্তু আমরা অনেকেই বেড়াতে চাই একটু নির্জন নিরিবিলি জায়গায়। সে দিক থেকে এই দুই শৈল শহর আপনাকে মুগ্ধ করবে। 

  দারা গাঁও - 

ইতিমধ্যে হয়তো অনেকেই জেনে গেছেন যে দারা গাঁওকে বলা হয়,ব্যালকনি অফ কাঞ্চনজঙ্ঘা। ব্যাস এই নামেই বোঝা যায় দারা গাঁও দাঁড়িয়ে আছে নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে। এখানকার হোমস্টের জানলা থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘার গোটা রেঞ্জ। চোখ ভরে যাবে নীচে সর্পিল গতিতে বয়ে চলা তিস্তা দেখে। রাতে কালিম্পং শহরের আলো যেন তারাভর্তি আকাশকে নামিয়ে আনে পাহাড়ের গায়। দারাগাঁও গ্রামটি আরও বিখ্যাত হয়েছে সিঙ্কোনা গাছের জন্য। পাহাড়ি গ্রামের পথের ধারে সারি দিয়ে রয়েছে সিঙ্কোনা গাছ। যার ছাল থেকেই তৈরি হয় কালাজ্বরের ওষুধ কুইনাইন ও আরো একাধিক ওষুধ। দু'দিকে পাহাড়ের সারি। মধ্য দিয়ে সর্পিল গতিতে ছুটে গেছে পিচের রাস্তা। আর তার দু'ধারে সুন্দর সুন্দর হোমস্টে।

  যাওয়া - হয় বাগডোগরা অথবা নিউ জলপাইগুড়ি পৌঁছে গেলে আর চিন্তা নেই। প্রচুর ভাড়া গাড়ি পাবেন। ভাড়া খুব বেশি নেয় না।

 থাকা - এক কথায় বলবো প্রচুর ভালো ভালো হোমস্টে আছে। বুক করে অথবা না বুক করেও যেতে পারেন। ওরা আপনাকে অভ্যর্থনা জানাবে আন্তরিকভাবে।

  সান্তুক - 

 পাহাড়ের কোলে নৈশব্দিক এক গ্রাম সান্তুক। আমরা শৈল শহর বলি ঠিকই,কিন্তু এটা একটা আদর্শ শৈল গ্রাম। 

গরম হোক কিংবা শীতকাল, পাহাড়ের এই অংশ ঘুরে আসার জন্য একদম আদর্শ। দার্জিলিং অথবা গ্যাংটক থেকে ফেরার পথে ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে। আবার দুই-তিন দিনের ছুটি থাকলে পরিবারের সঙ্গে ঘুরে আসতে পারেন সান্তুক থেকে। শহরের কোলাহল থেকে বহু দূরে, পাহাড়ের কোলে এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। রেয়িং নদী এবং পায়ুং নদী ও পাহাড়ের মাঝে সুন্দর এই গ্রাম। ফার্ন, পাইনের বিশাল জঙ্গল, কাঞ্চনজঙ্ঘার অসাধারণ সৌন্দর্য মনমুগ্ধ করবে। এখানে আপনাকে আকর্ষণ করবে সান্তুকের নিস্তব্ধতা। 

  যাওয়া - এনজিপি পৌঁছে গাড়ি ভাড়া করে নিন। আরো ভালো হয় কালিংপং পৌঁছে যেতে পারলে। ওখান থেকে অল্প সময়ের মধ্যেই সান্তুক।

  থাকা - সান্তুকে কয়েকটা হোমস্টে ইতিমধ্যে হয়েছে। তবে আপনি কালিংপং এ থেকে সান্তুক ঘুরে আসতে পারেন।

You might also like!