দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার পুজোতে কোথায় বেড়াতে যাবেন? সেই প্রশ্ন নিয়ে ঘুরপাক খাচ্ছেন অনেকেই। আজ আমরা এক নতুন স্বাদের পাহাড়ি গ্রামের কথা বলবো। আমাদের কারোর পছন্দ সমুদ্র, আবার কারোর পাহাড়। আর আমাদের কাছে পাহাড় মানেই দার্জিলিং, সমুদ্র মানেই দীঘা। পাহাড়ের নিস্তব্ধতা আমাদের অনেককেই কাছে ডাকে। একটা সময় আমরা পাহাড়ের শহর অঞ্চলে ঘুরতে যেতে পছন্দ করতাম। কিন্তু ধীরে ধীরে পর্যটকদের কাছে পাহাড়ি গ্রামগুলিও বিখ্যাত হয়ে উঠছে। বর্ষার সময় এই পাহাড়ি গ্রামগুলো এক অনন্য রূপ ধারণ করে।
মানসং ঘুরতে যাওয়ার এমনই একটি জায়গা। একরাশ আনন্দ নিয়ে ফিরবেন ভ্রমনের পরে।
এখানে আপনি পাবেন প্রকৃতির উজাড় করা সৌন্দর্য। মানসং ঘুরতে যাওয়ার এমনই একটি জায়গা। পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট এই গ্রাম থেকে নিরিবিলিতে কাটিয়ে আসতে পারেন কয়েকটা দিন। এখানকার প্রকৃতি খুবই শান্ত।
ধীরে ধীরে পাহাড় প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে এই গ্রাম। ছোট্ট এই শান্ত গ্রামটি কালিম্পং থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে। রাত কাটানোর জন্য বেশ কিছু হোমস্টে রয়েছে এই গ্রামে। নিউ জলপাইগুড়ি থেকে আপনারা সহজেই গাড়ি ভাড়া করে এখানে আসতে পারেন। এখান থেকে আপনারা ঘুরতে যেতে পারেন কালিম্পং, ডেলো, লাভা, লোলেগাঁও, রিশপ, চারখোল, কোলাখাম, ছাঙ্গে ফলস, পানু ডারা, সিটং, বিদ্যাং ভ্যালি, অহলধারা, পেডং, সিলারিগাঁও, ইচ্ছাগাঁও, তিনচূলে, তাগদা, মালাহাটা, পুডং, রামুধুরা ইত্যাদি গ্রামে।তাই আর দেরি না করে ঘুরে আসুন ওই অফবিট গ্রামে।