দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এ বছর গরমটা অস্বাভাবিক। দক্ষিণ বঙ্গ, পশ্চিম পশ্চিমবঙ্গ,উত্তর বঙ্গ তো জ্বলছেই এবার এখন দার্জিলিংয়েও ফ্যান চালাতে হচ্ছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী এক সপ্তাহের জন্য স্কুল-কলেজ ছুটি ঘোষণা করেছেন। আপনার মন কি চাইছে একটু শীতল শান্তিময় বেড়ানোর জায়গা। তাহলে আপনার আদর্শ ডিজটিনেশন হতে পারে দার্জিলিংয়ের অদূরেই লামাগাঁও। বিজনবাড়ি থেকে ছবির মতো ১২ কিলোমিটারের পাকদণ্ডী পথ ধরে চলে আসুন দার্জিলিং জেলার শান্ত, সুন্দর গ্রাম লামাগাঁও । মূল দার্জিলিং শহর থেকে দূরত্ব ৩৪ কিলোমিটারে। ৫,২০০ ফুট উচ্চতার লামাগাঁও থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এককথায় অসাধারণ। শীতে লামাগাঁওয়ের গভীর খাদ ঘন কুয়াশায় ভরে থাকে। জানলা, দরজা দিয়ে ঘরে ঢুকে আসে সেই কুয়াশা। গ্রীষ্মের লামাগাঁও খুব আরামদায়ক। পাহাড়ের ঢালে জৈব চাষ হয়। সেপ্টেম্বর-অক্টোবরে লামাগাঁওয়ের ঘন সবুজের সঙ্গে কমলা রঙের মিশেল ঘটে। তখন লামাগাঁও বড় বর্ণময়। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার এই লামাগাঁও।
আকাশে মেঘ না থাকলে এই লামাগাঁও অপরূপ ভ্রমণের জায়গা। কারণ এখন থেকে দেখা যায় দার্জিলিং শহরটিকেও। রাতের দার্জিলিংয়ের আলোর মালা খুবই রোমান্টিক। আর মাথার উপরে থাকবে তারকাখচিত উজ্জ্বল আকাশ। সকালে লামাগাঁওয়ের রাস্তায় বেরিয়ে পড়ুন। পাখির ডাকে চমৎকৃত হবেন। পাহাড়ি ফুলের রঙের বাহার মন ভালো করে দেবে। চোখে পড়তে পারে অর্কিডগুচ্ছ। যেতে পারেন ১২ কিলোমিটার দূরের বিজনবাড়ি। যাওয়ার রাস্তাটি খুব সুন্দর। চাইলে বিজনবাড়িতে ছোটা রঙ্গীতে মাছ ধরতে পারেন। ৩/৪ দিনের জন্য অনুপম ভ্রমণের জায়গা এই লামাগাঁও। আর চিন্তা না করে on line টিকিট কেটে বেরিয়ে পড়ুন।
যাওয়া - এন জে পি থেকে লামাগাঁও ১০২ কিলোমিটার। এন জে পি অথবা শিলিগুড়ি থেকে প্রাইভেট গাড়ি ভাড়া করে সরাসরি লামাগাঁও পৌঁছে যাওয়া যায়। অন্যথায় এন জে পি অথবা শিলিগুড়ি থেকে ঘুম পর্যন্ত এসে সেখান থেকে আরেকটি গাড়িতে লামাগাঁও চলে আসা যাবে। দার্জিলিং থেকে লামাগাঁও ৩০ কিলোমিটার, ঘুম থেকে ৪০ কিলোমিটার।
থাকা - লামাগাঁও হোমস্টে। এটি লামাগাঁওয়ের পুরনো হোমস্টে। হোমস্টের জমিতে বিভিন্ন সবজি ও ফলের চাষ করা হয়। ট্রেকিং, ফিশিং, সাইটসিয়িংয়ের ব্যাপারে হোমস্টে থেকে সহায়তা করা হয়। ফোনঃ ৭০৪৭০-৯৮৬৯৫।