Travel

1 year ago

Green Hill Village Naldara :মিরিকের অদূরেই সবুজ পাহাড়ি গ্রাম 'নলদারা'

Green Hill Village Naldara
Green Hill Village Naldara

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দার্জিলিংয়ে গেছেন কিন্তু মিরিক যান নি তা তো হয় না। কিন্তু মিরিক গেছেন অথচ নলদারা যান নি প্রায় কেউই। কারণ নলদারা একটা নতুন অপূর্ব ভ্রমণস্থল হয়ে উঠেছে পাহাড়ে। যাঁরা একটু নিরিবিলিতে থাকতে চান তাঁদের জন্য অপেক্ষা করছে মিরিকের কাছেই ছোট্ট গ্রাম নলদারা। মিরিক ঘুরতে ঘুরতে যাঁদের একঘেয়ে হয়ে গিয়েছে তাঁরা বেড়িয়ে আসুন মিরিকের কাছেই এই নলদারা গ্রাম থেকে। 

  এনজেপি থেকে নলদারা গ্রাম যাওয়ার রাস্তাটা আরও সুন্দর। মুক্তি বস্তি পেরিয়ে গাড়ি ধাপে ধাপে পাহাড়ে ওঠে। মুক্তি বস্তি থেকে ৪ কিলোমিটার দূরে নলদারা গ্রাম। গ্রাম জুড়ে কেবল চা-বাগান। তার মাঝেই ছোট ছোট বাড়ি। সাজানো বাগান। 

নলদারা গ্রামে চায়ের বাগান ছাড়াও রয়েছে সুন্দর একটা ভিউ পয়েন্ট। তিস্তার পাড়ে সূর্যাস্তের অসাধারণ দশ্য দেখা যায়। এমনকী নেপাল সীমান্তও এই ভিউ পয়েন্ট থেকে দেখা যায়। রাতের সৌন্দর্য আরও সুন্দর। দূরের পাহাড়ে যেন শত সহস্ত্র আলো জ্বলে উঠেছে। তিনদিক জুড়ে কেবল আলোর রোশনাই। অসাধারণ সেই ভিউ। এখানে একেবারে অরগ্যানিক খাবার পাওয়া যাবে। এখানকার হোমস্টে গুলিতে বিলাসিতার কিছু না থাকলেও গ্রামের সাদামাঠা পরিবেশ এখানে দেখা যায়। গ্রামবাসীরা আপন করে নেন অতিথিদের। গ্রামের রাস্তা আর চা বাগানে ঘুরেই একটা দিন কেটে যাবে। এখান থেকে মিরিকও যাওয়া যায়।

  যাওয়া - এনজিপি থেকে গাড়ি ভাড়া নিয়ে সহজেই পৌঁছে যাবেন নলদারা।

  থাকা - অনেকগুলো নতুন হোমস্টে হয়েছে। আপনাকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে আছে নলদারা।

You might also like!