Travel

1 year ago

Darjeeling's Agricultural Village 'Chot Rangeet':দার্জিলিংয়ের কৃষি গ্রাম 'ছোট রঙ্গীত' - ধান চাষের নতুন ঠিকানা

Darjeeling's Agricultural Village 'Chot Rangeet'
Darjeeling's Agricultural Village 'Chot Rangeet'

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃএই প্রবল গরমে পাহাড়,আর পাহাড় মানেই দার্জিলিং। কিন্তু দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে যারা একটু নির্জনে নতুন অফবিট জায়গায় ঘুরতে চান,তাদের অপূর্ব ডেস্টিনেশন হতে পারে 'ছোট রঙ্গীত'। দার্জিলিংয়ের কাছেই ছোট্ট একটা গ্রাম ছোট রঙ্গিত। কৃষি প্রধান গ্রাম। এখানকার মানুষের প্রধান জীবীকা চাষবাস। গ্রাম জুড়ে কেবল চাষবাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পাহাড়ি গ্রামের মানুষ কীভাবে নিপুন বাবে চাষ করেন তার একটা অভিজ্ঞতা পাওয়া যাবে ছোট রঙ্গিতে। দার্জিলিংয়ের কাছেই এই গ্রাম। বিজন বাড়ি থেকে বেশি দূরে নয়। এই গ্রাম থেকে বিজনবাড়ি স্পষ্ট দেখা যায়।

  পাহাড়ের ধাপে ধাপে ধান চাষের পরিকল্পনা ছিল অনেকদিন। কৃষি দপ্তরের সহযোগিতায় তা সফলভাবে করছে ছোট রঙ্গীত। ছোট রঙ্গিত জুড়ে চাষবাস করে থাকেন বাসিন্দারা। ধাপ কেটে কেটে হয় ধান চাষ। অক্টোবর মাসে গেলে একেবারে সোনালি রং হয়ে থাকে পাহাড়। গোটা গ্রামে যেন সোনা ঝরছে। এমন সুন্দর দেখায়। আর এখন গেলে দেখতে পাবেন জমি পরিষ্কার করে ধান চাষের জন্য প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। সেটাও দেখার মত। দাপে ধাপে কীভাবে ধান চাষ হয় অনেকেই জানেন না। এখানে এলে সেটা দেখা যাবে। হোম স্টের জানলা খুললেই সবটা দেখা যায়। এই গ্রামের পথে যেতে যেদিকে তাকাবেন সেদিকে তাকালেই কেবল সবুজ। সামনেই মানেভঞ্জন পাহাড়।

  যাওয়া - এনজেপি থেকে এর দূরত্ব ১০০ কিলোমিটার। দার্জিলিংয়ের দূরত্ব মাত্র ২২ কিলোমিটার। কাজেই এখান থেকে দার্জিলিংও বেড়িয়ে আসা যায়। একটা ভাড়া গাড়ি নিয়ে নিন।

  থাকা - এখন ছোট রঙ্গীতে অনেক হোমস্টে হয়েছে। কোনো চিন্তা না করে বেরিয়ে পড়লেই হলো।

You might also like!