Technology

7 months ago

Whatsapp Hacks: তারিখের মাধ্যমে হোয়াটসঅ্যাপে খুঁজে পেতে পারেন ছবি ও মেসেজ! পদ্ধতি জানুন

Whatsapp Hacks (File Picture)
Whatsapp Hacks (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মেটা সিইও মার্ক জাকারবার্গের এদিন দারুণ একটি ফিচারের ঘোষণা করা হয়েছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এটি একটি সেরা হোয়াটসঅ্যাপ ফিচার। এবার থেকে তারিখ লিখে পুরনো ছবি বা মেসেজ সার্চ করতে পারবেন। চ্যাট বক্সে এর জন্য একটি ক্যালেন্ডার অপশন যোগ হয়েছে।

অনেকদিন ধরেই ফিচারটি নিয়ে জল্পনা হচ্ছিল। কিন্তু, বহু ব্যবহারকারীর অ্যাকাউন্টে সেটি রোল আউট না হওয়ার কারণে তা থেকে বঞ্চিত ছিলেন তারা। এদিন অবশেষে সবার হোয়াটসঅ্যাপে সার্চ বাই ডেট সুবিধা চালু করা হয়েছে। আসুন দেখে নেওয়া যাক কী ভাবে তারিখ লিখে পুরনো মেসেজ সার্চ করবেন।

হোয়াটসঅ্যাপে সার্চ বাই ডেট ফিচার

প্রথমে প্লে-স্টোরে গিয়ে নতুন ভার্সনে হোয়াটসঅ্যাপ আপডেট করে নিন। কারণ পুরনো ভার্সন হলে এই সুবিধা নাও পেতে পারেন।

এবার যেই চ্যাটে পুরনো মেসেজ বা ছবি খুঁজতে চান সেখানে ক্লিক করুন।

একদম উপরেই থ্রি লাইন ডটে ক্লিক করুন, তারপর ‘Search’ অপশনে ট্যাপ করুন।

এবার একদম ডানদিকে একটি ক্যালেন্ডার অপশন দেখতে পাবেন।

সেখানে ক্লিক করে যেই তারিখের মেসেজ খুঁজতে চান সেটি সিলেক্ট করুন।

তারপর ‘Ok’ বাটনে ক্লিক করলেই ওই তারিখের কথোপকথন বা ছবি চলে আসবে।

এই ফিচারটি কাদের জন্য সুবিধাজনক হতে পারে?

হোয়াটসঅ্যাপের সার্চ বাই ডেট অনেক সুবিধায় আসতে পারে আপনার। ধরুন, কোনও দরকারি মেসেজ, ঠিকানা বা পাসওয়ার্ড জানতে চাইছেন যা ওই ব্যবহারকারীর সঙ্গে শেয়ার করেছেন। তা দ্রুত তারিখ লিখে সার্চ করতে পারবেন। যার ফলে অনেক সময় বাঁচবে আপনার। পাশাপাশি পুরনো কথোপকথনে চোখ বোলাতে চাইলেও কাজে আসতে পারে।

অনেক ক্ষেত্রে প্রমাণ হিসাবেও কাজে আসতে পারে। কোনও ব্যক্তির সঙ্গে যদি কোনও চুক্তি হয়ে থাকে তার প্রমাণ হিসাবে সেটি দেখাতে পারেন। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে ওই দিনের কথা মনে করিয়ে দিতে পারেন। যেহেতু এখন মেসেজিং অ্যাপ হিসাবে হোয়াটসঅ্যাপটাই সবাই ব্যবহার করেন তাই আপনার কাজে আসতে পারে সার্চ বাই ডেট ফিচার।

প্রসঙ্গত, সম্প্রতি আরও বেশ কিছু ফিচারের ঘোষণা করেছে সংস্থা। যার মধ্যে একটি টেক্সট ফরম্যাটিং ফিচার। যেখানে ‘-’ চিহ্ন দিয়ে বুলেট দিতে পারেন, ‘>’ চিহ্ন দিয়ে কোনও টেক্সট হাইলাইট করতে পারেন ইত্যাদি। এই সকল সুবিধা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাজ আরও সহজ করে তুলবে মনে করছে কোম্পানি। আরও গুছিয়ে মেসেজ পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে।

You might also like!