Technology

5 months ago

AIRTEL-র সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল্যান কি? ২০০ জিবি ডেটা আর সীমাহীন কলিং মিলবে রিচার্জ করলে,তবে কিভাবে?

AIRTEL
AIRTEL

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতীয় AIRTELও জিও-র মতো অনেকটাই বাড়ালো পোস্টপেইড প্ল্যানের রির্চাজ। গোটা দেশে প্রচুর গ্রাহক রয়েছেন যাঁরা পোস্টপেইড প্ল্যান ব্যবহার করেন এবং দুশ্চিন্তা বাড়ল তাঁদের। 

গত ৩রা জুলাই ছিল AIRTELর সবচেয়ে সস্তা পোস্টপেইড প্ল্যান ছিল ৩৯৯ টাকা যেটা ৫০ গুন বাড়িয়েছে অর্থাৎ ৪৪৯ টাকায় দামে। ব্যবহারকারীদের জন্য দাম খুব না বাড়লেও, সংস্থার RPU বাড়াতে পারে মনে করছেন বিশেজ্ঞরা। 

সবার জানা মতে, ভারতীয় Airtelর সবথেকে কম দামের পোস্টপেইড প্ল্যান হলো ৪৪৯ টাকা। ৫০টাকা অতিরিক্ত খরচ করলেও সুবিধেগুলো আগের মতোই রয়েছে। সীমাহীন ভয়েস কলিংয়ের সঙ্গে পাবেন ৪০ জিবি ডেটা আর ২০০ জিবি ডেটা  রোল ওভার আর দৈনিক ১০০টি SMS। তাছাড়া ৯০ দিন (৩ মাস) র জন্য AIRTEL এক্সট্রিম প্লে সাবস্ক্রিপশন। তবে এতে, আনলিমিটেড 5G অফার থাকবে কিনা জানা যাইনি। প্ল্যানের শর্তাবলীতেও 5G প্ল্যানেরও উল্লেখ নেই। সবাই যেটা মনে করছে, প্রিপেইড প্ল্যানে যেহেতু দৈনিক 2G কিংবা তার বেশী ডেটার মজুত রয়েছে যেটায় আনলিমিটেড 5G পাওয়া যাচ্ছে। তাই আশা রাখা যাচ্ছে, এই পোস্টপেইড প্ল্যানেও সেই সুবিধাটা পাওয়া যাবে। তবে ফোনের সঙ্গে সংযোগ (কানেকশন) করে নেওয়ার আগে AIRTEL কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে।

You might also like!