Technology

4 months ago

15,600mAh ব্যাটারি সহ বাজার কাঁপাবে Ulefone Armor 26 Ultra এই ফোন

Ulefone Armor 26 Ultra
Ulefone Armor 26 Ultra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃUlefone Armor 26 Ultra রাগড স্মার্টফোনটি লঞ্চ হল বাজারে। যদিও, উলেফোন ব্র্যান্ডটি স্মার্টফোন মার্কেটে খুব একটা পরিচিত নাম নয়, কিন্তু কোম্পানিটি তাদের রাগড ফোনগুলির মাধ্যমে প্রতিকূল পরিবেশে কর্মরত ব্যক্তিদের চাহিদা পূরণ করে থাকে। উলেফোন হ্যান্ডসেটগুলি এতটাই মজবুত হয় যে এগুলির ওপর কোন কিছু ছুড়ে দিলে বা ফোনগুলি বিভিন্ন উচ্চতা থেকে পড়ে গেলে কোনও ক্ষতি হয় না। সদ্য উন্মোচিত Ulefone Armor 26 Ultra কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সহ একই রাগড ফর্মুলা অনুসরণ করে। এতে মজবুত বডির সাথে MediaTek Dimensity 8020 প্রসেসর, ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, আইপিএস এলসিডি ডিসপ্লে এবং বিশাল ১৫,৬০০ এমএএইচ ব্যাটারি উপস্থিত রয়েছে। আসুন তাহলে Ulefone Armor 26 Ultra ফোনটির সকল স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Rugged Phone

Ulefone Armor 26 Ultra ফোনটিতে MIL-STD-810H Certification দেওয়া হয়েছে, যার ফলে এতে অত্যন্ত মজবুত ও টাফ বডি পাওয়া যায়। এই ফোনটিকে ওয়াটার প্রুফ ও ডাস্ট প্রুফ তৈরি করার জন্য এতে IP68 এবং IP69K রেটিং যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 30 মিনিট পর্যন্ত 2 মিটার গভীর জলে থাকতে পারবে এবং 1.5 মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও সুরক্ষিত থাকবে। এছাড়া এই ফোনের ডাস্ট প্রুফিং ফিচার এটিকে মাটি ও ধুলো থেকে বাঁচায়। এই ফোনে 121dB স্পিকার দেওয়া হয়েছে, যা অত্যন্ত লাউড সাউন্ড দিতে সক্ষম।

Ulefone Armor 26 Ultra ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে:Ulefone Armor 26 Ultra ফোনে 20.5:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 1080 x 2460 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 5 এর কোটিং যোগ করা হয়েছে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে এবং প্রসেসিঙের জন্য এতে 6 ন্যানোমিটার প্রসেসে তৈরি এবং 2.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 8020 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য মালী জি77 জিপিইউ দেওয়া হয়েছে। 12GB RAM + 512GB storage সহ এই ফোনটি 2TB মেমরি কার্ড সাপোর্ট করে।

ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.79 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 200MP Samsung HP3 প্রাইমারি সেন্সর, 50MP Ultra Wide-angle লেন্স, 64MP Night Vision সেন্সর এবং 3.2x Optical Zoom Telephoto লেন্স রয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য Ulefone Armor 26 Ultra ফোনে এফ/2.25 অ্যাপার্চারযুক্ত 50MP selfie camera যোগ করা হয়েছে। এই 5পি লেন্স 80.4° ফিল্ড অফ ভিউ সাপোর্ট করে।

ব্যাটারি: Ulefone Armor 26 Ultra ফোনে 15,600mAh Battery যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফনে একবার ফুল চার্জ করলে 1750 ঘন্টা স্ট্যান্ড বাই টাইম পাওয়া যায়। মাত্র 5 মিনিট চার্জ করে এই ফোনে 9 দিনের স্ট্যান্ড বাই টাইম পাওয়া যাবে। এই ফোনটিকে দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 120W fast charging ফিচার দেওয়া হয়েছে। এর সঙ্গেই 33W dock charging এবং reverse charging ফিচারও রয়েছে।


You might also like!