Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Technology

1 year ago

রয়্যাল এনফিল্ডকে টেক্কা দিতে দেশে ফিরছে ক্লাসিক বাইক BSA Gold Star

BSA Gold Star
BSA Gold Star

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রয়্যাল এনফিল্ডকে টেক্কা দিতে  মাহিন্দ্রা (Mahindra) অধীনস্থ ক্লাসিক লেজেন্ডস (Classic Legends) ভারতীয় মোটরসাইকেলের বাজারে আলোড়ন জাগাতে যেন বদ্ধপরিকর। কেন এমনটা বলছি জানেন? এর আগে মরণাপন্ন দুই ব্র্যান্ড জাওয়া (Jawa) ও ইয়েজদি’কে (Yezdi) পুনরুজ্জীবন দিয়েছিল সংস্থা। আবার নবরূপে প্রতিষ্ঠার লক্ষ্যে কিনে নিয়েছিল ভিন্টেজ ব্র্যান্ড বিএসএ (BSA)-কে। ভারতে এবার তাদের তৃতীয় ব্র্যান্ড হিসাবে এদেরকেই লঞ্চ করতে চলেছে ক্লাসিক লেজেন্ডস। এই বছর স্বাধীনতা দিবসের দিন ভারতে পা রাখবে BSA Gold Star 650।

BSA Gold Star 650 : বাইকের ডিজাইন, ইঞ্জিন ও ফিচার্স

যে আসল গোল্ড স্টার ছিল, তার কিছুটা ছাপ থাকবে বলে সংবাদ মাধ্যমগুলির তরফে জানা গিয়েছে। নতুন মডেলে রেট্রো স্টাইল ডিজাইন থাকবে বলে জানা গিয়েছে। এটির হেডল্যাম্পে, ইনস্ট্রুমেন্ট কনসোল, রিয়ারভিউ মিরর, ফুয়েল ট্যাংক, ইঞ্জিন এবং এক্সহস্ট পাইপে পাবেন ক্রোম ফিনিশ। ফ্ল্যাট সিট এবং ওয়্যার স্পোক হুইল পাওয়া যাবে বাইকে।

টুবুলার স্টিল ডুয়াল ফ্রেম দিয়ে তৈরি এই বাইক। এতে 1425 মিলিমিটার হুইলবেস এবং 780 মিলিমিটার সিটের উচ্চতা থাকবে বলে জানা গিয়েছে। ফিচার্সের ক্ষেত্রে মিলবে সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল এবং মাল্টি ফাংশন এলসিডি ডিসপ্লে। বাইকে ব্লুটুথ কানেক্টিভিটি থাকবে কিনা এখনও জানা যায়নি।

বাইকে ইঞ্জিন মিলবে 652 সিসি লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ ইঞ্জিন, যা সর্বোচ্চ 45 হর্সপাওয়ার এবং 55 এনএম টর্ক তৈরি করতে পারে। বাইকে মিলবে 5 স্পিড গিয়ারবক্স এবং 12 লিটারের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি। বাইকের ওজন 213 কেজি। হার্ডওয়্যার ও ব্রেকিংয়ের ক্ষেত্রে সামনে মিলবে টেলিস্কপিক ফর্ক ও প্রিলোড সাসপেনশন। দু চাকাতেই পাওয়া যাবে ডিস্ক ব্রেক এবং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ডুয়াল চ্যানেল)।

15 অগাস্ট বাইকের বিস্তারিত ফিচার্স এবং দাম ঘোষণা করতে চলেছে ক্লাসিক লেজেন্ডস।

You might also like!