Breaking News
 
RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে! Ocean Landing Confirmed: প্রশান্ত মহাসাগরে সফল অবতরণ! ‘ড্রাগন’ নিয়ে ফিরলেন শুভাংশুরা Unexpected Landing Twist: আর কিছুক্ষণের অপেক্ষা! ফ্লরিডা নয়, শুভাংশুরা অবতরণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কিন্তু কেন ? Mamata Banerjee: ২১ জুলাই বিজেপির উত্তরকন্যা অভিযানকে 'অপ্রাসঙ্গিক' বললেন মুখ্যমন্ত্রী, শহীদ দিবস কেন্দ্রিক বিশেষ বার্তা মমতার!

 

Technology

1 year ago

ভারতে হাজির Samsung Galaxy F55 5G স্মার্টফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে?

Samsung Galaxy F55 5G
Samsung Galaxy F55 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Samsung Galaxy F55 5G Price in India: স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ভারতে লঞ্চ করে দেওয়া হয়েছে। নতুন স্মার্টফোনে দেওয়া স্পেসিফিকেশন এবং ফিচার Galaxy M55 5G এর সাথে অনেকটা মিল খায়। নতুন স্মার্টফোনে একাধিক দুর্দান্ত ফিচার অফার করা হয়েছে। এটি Snapdragon 7 Gen 1 প্রসেসর এবং এতে 45W ফাস্ট চার্জিং পাওয়া যাবে।

Galaxy F55 5G ফোনে 50MP মেইন রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। ফোনটি ভেগন লেদর সহ আনা হয়েছে। লেদর ডিজাইন সহ লেটেস্ট স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ফোনটি আরও দুর্দান্ত লুক অফার করে। আসুন জেনে নেওয়া যাক লেটেস্ট ফোনের দাম কত, কী স্পেসিফিকেশন এবং ফিচার রয়েছে।

Samsung Galaxy F55 5G ফোনের দাম

স্যামসাঙ তাদের এই নতুন ফোনটি তিনটি স্টোরেজ মডেলে পেশ করেছে।

Samsung Galaxy F55 5G ফোনের বেস মডেলে 8GB RAM + 128GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 26,999 টাকা।

ফোনটির মিড মডেলে 8GB RAM + 256GB স্টোরেজ সহ 29,999 টাকা দামে সেল করা হবে।

12GB RAM + 256GB স্টোরেজ সহ এই ফোনের টপ মডেল 32,999 টাকা দামে পেশ করা হয়েছে।

ব্যাঙ্ক অফার হিসাবে কোম্পানি এই ফোনে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে।

এই ফোনটি রেজিন ব্ল্যাক এবং এপ্রিকট ক্রাশ কালারে পেশ করা হয়েছে।

Samsung Galaxy F55 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Samsung Galaxy F55 5G ফোনে 6.7 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন এবং 1000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনে কোম্পানির পক্ষ থেকে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 1 চিপসেট যোগ করা হয়েছে।

স্টোরেজ: Samsung Galaxy F55 5G ফোনটি তিনটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এতে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে OIS ফিচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: Samsung Galaxy F55 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

কানেক্টিভিটি: কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে ইউএসবি টাইপ সি পোর্ট, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2 ও এনএফসির মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।

অন্যান্য: এই ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP67 রেটিং দেওয়া হয়েছে।

ওএস: Samsung Galaxy F55 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 4 বছর ওএস এবং 5 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।


You might also like!