Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Technology

5 months ago

1.5 লক্ষ টাকায় দেশে Hunter 350 –এর আপডেটেড এডিশন লঞ্চ Royal Enfield –এর! দাম ও ফিচার দেখুন

2025 Royal Enfield Hunter 350
2025 Royal Enfield Hunter 350

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রয়েল এনফিল্ড (Royal Enfield) সম্প্রতি ২০২৫ হান্টার ৩৫০ মডেলটি (2025 Hunter 350) ভারতে লঞ্চ করল। নতুন এই বাইকটি তিনটি নতুন কালার অপশনে পাওয়া যাবে, সেগুলি হলো রিও হোয়াইট, টোকিও ব্ল্যাক এবং লন্ডন রেড। এছাড়া আগের রেবেল ব্লু, ড্যাপার গ্রে এবং ফ্যাক্টরি ব্ল্যাক কালার অপশনেও এটি পাওয়া যাবে। ইতিমধ্যেই ডিলারশিপ এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে 2025 Royal Enfield Hunter 350 এর বুকিং শুরু হয়ে গিয়েছে এবং নতুন বাইকটির এক্স-শোরুম মূল্যে ১.৫০ লাখ টাকা।

2025 Royal Enfield Hunter 350 এর ইঞ্জিন ও পারফরম্যান্স

২০২৫ রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ মডেলে আছে ৩৪৯ সিসি সিঙ্গল-সিলিন্ডার, ৪-স্ট্রোক, এয়ার-অয়েল কুলড ইঞ্জিন, যা ২০.২ বিএইচপি পাওয়ার এবং ২৭ এনএম পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। এই ইঞ্জিনে ৫-স্পিড গিয়ারবক্স যুক্ত।

ডিজাইন ও ফিচার

২০২৫ রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ বাইকটির ডিজাইনও আপডেট করা হয়েছে। নয়া মডেলে ১৩ লিটার ফুয়েল ট্যাংক, ৪১ মিমি টেলিস্কোপিক ফোর্কস ফ্রন্ট সাসপেনশন এবং ৬-স্টেপ অ্যাডজাস্টেবল প্রিলোড সহ টুইন শক অ্যাবসর্বার রিয়ার সাসপেনশন দেখা যাবে। বাইকের মোট ওজন ১৮১ কিলোগ্রাম এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬০ মিমি।

আবার ২০২৫ হান্টার ৩৫০-এ ডুয়াল-চ্যানেল এবিএস, ৩০০ মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং ২৭০ মিমি রিয়ার ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এছাড়া এতে রয়েছে ডিজি-অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং টাইপ-সি ইউএসবি ফাস্ট চার্জার।

2025 Royal Enfield Hunter 350 এর ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম

২০২৫ রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ মোট ৩টি ভ্যারিয়েন্টে উপলব্ধ। এর মধ্যে বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১.৫০ লাখ টাকা, মিড ভ্যারিয়েন্টের দাম ১.৭৭ লাখ টাকা এবং টপ ভ্যারিয়েন্টের দাম ১.৮২ লাখ টাকা।

You might also like!