Technology

8 months ago

Realme Note 50: রিয়েলমির প্রথম নোট ফোন লঞ্চ হল,জেনে নিন ফিচার, স্পেসিফিকেশন এবং দাম

Realme Note 50
Realme Note 50

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ২০২৪ সালের শুরুতেই রিয়েলমি ঘোষণা করেছে যে তারা Realme Note সিরিজ নামে একটি নতুন স্মার্টফোন লাইনআপ চালু করার প্রস্তুতি নিচ্ছে।জানিয়ে রাখি কিছু দিন আগে কোম্পানি ঘোষণা ক্রে জানিয়ে ছিল আগামী 23 জানুয়ারি ইন্দোনেশিয়ার ফিলিপিন্সে এই ফোন লঞ্চ করা হবে, কিন্তু এর আগেই এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসে গেছে। কোম্পানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ওয়েবসাইটের পোস্ট রিপোস্ট করে ফোনটির লঞ্চ কনফার্ম করেছে। 

realme Note 50 এর দাম

কোম্পানির পক্ষ থেকে নতুন realme Note 50 ফোনটি 4GB RAM + 64GB স্টোরেজ সহ সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনের দাম 3,599 PHP অর্থাৎ প্রায় 5,400 টাকা রাখা হয়েছে। এই ফোনটি মিডনাইট ব্ল্যাক এবং স্কাই ব্লু কালারে সেল করা হবে।

realme Note 50 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: realme Note 50 ফোনে 6.74 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1600 x 720 পিক্সেল রেজোলিউশন, 260PPI পিক্সেল ডেনসিটি, 90Hz রিফ্রেশরেট এবং 180Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনে 82Ghz ক্লক স্পীডযুক্ত UNISOC T612 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য realme Note 50 ফোনে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়া ফোনের মেমরি বাড়ানোর জন্য এতে মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 13 মেগাপিক্সেল মোনোক্রোম রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। একইভাবে সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার বাআপের জন্য এই ফোনে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: realme Note 50 ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচার, আইপি54 রেটিং, 3.5mm অডিও জ্যাকের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার যোগ করা হয়েছে।

কানেক্টিভিটি: কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে ডুয়েল সিম 4G, ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্টের মতো বিভিন্ন ফিচার রয়েছে।

ওজন: realme Note 50 ফোনটির ওজন মাত্র 186 গ্রাম।

ওএস: এই ফোনটি Android 13 এবং realme UI T এর সঙ্গে পেশ করা হয়েছে।


You might also like!