Technology

4 months ago

Realme Phones: রিয়েলমির নতুন 'নারজো' ফোন আসছে ভারতে, দাম হবে ১০ হাজার টাকার কম

Realme Narzo N61
Realme Narzo N61

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃRealme ভারতে একটি নতুন Narzo স্মার্টফোন লঞ্চ করার ঘোষনা করেছে। কোম্পানির আপকামিং নতুন বাজেট ফোনটি Realme Narzo N61 হবে। রিয়েলমি 13 প্রো সিরিজের ভারতে এন্ট্রি করার ঠিক এক দিন আগে এই সস্তা ফোন বাজারে আসবে। লঞ্চ তারিখের ঘোষনা সহ, রিয়েলমি নারজো এন61 ফোনের ডিজাইন এবং কিছু ফিচার প্রকাশ করেছে।

Realme Narzo N61 এর লঞ্চ ডেট এবং ডিজাইন

আগামী 29 জুলাই Realme Narzo N61 স্মার্টফোন ভারতে লঞ্চ করা হবে। এই দিন দুপুর 12টায় পেশ করা হবে।

নতুন টিজার ইমেজ অনুযায়ী Realme Narzo N61 স্মার্টফোন হালকা নীল রঙ এবং প্যাটার্নযুক্ত ব্যাক প্যানেল দেখা গেছে।

ফোনটি দেখতে যথেষ্ট শাইনি। যার ফলে এতে প্রিমিয়াম লুক ও ফিল পাওয়া যাবে।

এই স্মার্টফোনে ফ্ল্যাট এজ এবং পিছনের দিকে LED ফ্ল্যাশ সহ ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে।

Realme Narzo N61 এর ফিচার

Realme Narzo N61 স্মার্টফোনে ArmorShell Protection দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই প্রোটেকশনের জন্য ফোনটি যেকোনো পরিস্থিতেই সহজেই সুরক্ষিত থাকবে।

এই ফোনটি TÜV Rheinland এর মাধ্যমে সার্টিফাইড হওয়ার জন্য শক্তিশালী হবে বলে জানানো হয়েছে।

Realme Narzo N61 স্মার্টফোনটি চার বছরের আপডেট সহ লঞ্চ করা হবে। এই ফোনটি সিকিউরিটি এবং Android আপডেট এর জন্য দেওয়া হয়েছে।

জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য Realme Narzo N61 ফোনে IP54 রেটিং দেওয়া হবে। এই ফোনে ইনভাটার স্মার্ট টাচ ফিচার থাকবে। এই ফলে ফোনটি ভেজা অবস্থাতেও সঠিক পারফরমেন দেবে।

Realme C61 এর স্পেসিফিকেশন

নতুন Realme Narzo N61 স্মার্টফোনটি জুন মাসে লঞ্চ হওয়া Realme C61 ফোনের রিব্র্যান্ড ভার্সন। এই সম্পর্কে নীচে বিস্তারিত জানানো হল।

ডিসপ্লে: Realme C61 স্মার্টফোনে 1600×720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির HD প্লাস ডিসপ্লে সহ ওয়াটারড্রপ নচ ডিজাইন এবং 90Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছিল।

প্রসেসর: Realme C61 স্মার্টফোনে 1.8GHz ক্লক স্পীডযুক্ত UNISOC T612 প্রসেসর দেওয়া হয়েছে।

স্টোরেজ: Realme C61 স্মার্টফোনে 6জিবি RAM +128জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে 32MP লেন্স দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফির এবং ভিডিও কলের জন্য এই ফোনে 5MP লেন্স যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 10W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 5,000এমএএচ ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: Realme C61 স্মার্টফোনে IP54 রেটিং যোগ করা হয়েছে। একইসঙ্গে ArmorShel Protection এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনটি 4জি কানেক্টিভিটি সহ লঞ্চ করা হয়েছিল।

You might also like!