Technology

7 months ago

Paytm: UPI ট্রানজাকশন চালু থাকবে Paytm-এর? NPCI-কে কী পরামর্শ দিল RBI?

Paytm
Paytm

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ paytm UPI ট্রানজাকশন বন্ধ হলে সমস্যায় পড়বেন লক্ষাধিক ব্যবহারকারী। তাঁদের সমস্যা সমাধানে এবার উদ্য়োগী হল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শুধুমাত্র Paytm এর UPI ট্রানজাকশন চালু রাখা সম্ভব কিনা তা জানতে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়াকে খতিয়ে দেখার পরামর্শ দিল RBI।

কী অনুরোধ জানানো হয়েছে?

যদিও এর আগে One 97 কমিউনিকেশন অথবা Paytm এর তরফে রিজার্ভ ব্যাঙ্কের কাছে একটি অনুরোধ জানানো হয়। সেখানে UPI চালু রাখার বিষয়ে আবেদন জানানো হয়। এবার সেই আবেদনই NPCI কে খতিয়ে দেখার পরামর্শ দিল RBI।

মূলত থার্ড পার্টি UPI প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখছে চাইছে Paytm। এর ফলে অন্য কোনও ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করে UPI ট্রানজাকশন করা সম্ভব হবে। যদিও RBI বা NPCI এর তরফে এখনও নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।


You might also like!