Technology

7 months ago

OpenAI Chat GPT4: নতুন ফিচার আনছে চ্যাটজিপিটি, এবার ৩৭টি ভাষায় কথোপকথন করতে পারবেন ব্যবহারকারীরা

OpenAI Chat GPT4
OpenAI Chat GPT4

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার নতুন ফিচার আনতে চলেছে চ্যাটজিপিটি। AI-এর চ্যাটবোটে এবার আসবে 'রিড-অ্য়ালাউড'ফিচার। এই নতুন ফিচার্সের মধ্যে চ্য়াটবোটের সঙ্গে কথোপকথন করতে পারবেন ব্যবহারকারীরা।

কী কী নতুন ফিচার্স

OpenAI এক্স প্ল্যাটফর্মে পোস্ট করেছেন, চ্যাটজিপিটি 3.5 ও চ্যাটজিপিটি 4-এ এই সুবিধা পাওয়া যাবে। সংস্থা জানিয়েছে, পাঁচটি আলাদা ভয়েস টোনে কথা বলবে চ্যাটবোট। ৩৭টি ভাষায় পাঁচটি টোনে কথোপকথন করতে পারবেন ব্য়বহারকারীরা।

কীভাবে ব্যবহার করবেন

অ্য়ান্ড্রয়েড ও iOS ব্যবহারকারীরাও এই সুবিধা নিতে পারবেন। পাশাপাশি কম্পিউটারে Open AI ব্যবহারকারীদের এই সুবিধা দেবে। মোবাইল থেকে টেক্সট রেসপন্সে ক্লিক করে রিড অ্য়ালাউড অপশনে ক্লিক করলেই কথোপকথন শোনা যাবে।


You might also like!