Technology

7 months ago

OnePlus Nord N30 SE 5G কত দামে পাওয়া যাবে,লঞ্চের তারিখ ফাঁস করল রিপোর্ট

OnePlus Nord N30 SE 5G
OnePlus Nord N30 SE 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জানুয়ারি মাসের শেষে সংযুক্ত আরব আমিরাতে OnePlus Nord N30 SE 5G স্মার্টফোন লঞ্চ হয়েছিল। এখন জানা গেছে, এই একই হ্যান্ডসেট ইউরোপের বাজারেও আত্মপ্রকাশ করতে চলেছে। শুধু তাই নয়, আনুষ্ঠানিক লঞ্চের আগেই ইউরোপে এই ফোনের বিক্রয় মূল্য কত রাখা হবে সেই তথ্য প্রকাশ্যে এসেছে। রিপোর্টে বলা হয়েছে OnePlus Nord N30 SE 5G একটি বাজেট-রেঞ্জের হ্যান্ডসেট হবে।

সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী, OnePlus Nord N30 SE 5G স্মার্টফোন ইউরোপের বাজারে ৪ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের সাথে লঞ্চ হবে। এর দাম প্রায় ২২৯ ইউরো (ভারতীয় মূল্যে প্রায় ২০,৫০০ টাকা) রাখা হতে পারে। যদিও ডিভাইসটির দাম ফাঁস হলেও, ইউরোপের বাজারে এই ফোন কবে পা রাখবে তা এখনো নিশ্চিত করা হয়নি।

OnePlus Nord N30 SE 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ফোনে 6.72 ইঞ্চির এফএইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন এবং 20:9 আসপেক্ট রেশিও রয়েছে। এছাড়া এতে পাঞ্চ হোল কাটআউট যোগ করা হয়েছে।

প্রসেসর: এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 চিপসেট দেওয়া হয়েছে। এছাড়া সুন্দর গ্রাফিক্সের জন্য এতে মালী জি57 MC2 জিপিইউ রয়েছে।

স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য OnePlus Nord N30 SE 5G ফোনে 4GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।

ক্যামেরা: এই ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটাআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফির জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: এই ফোনে ডুয়েল সিম 5G, ওয়াইফাই, ব্লুটুথ 5.3, এনএফসি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার রয়েছে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং অক্সিজেন ওএস 13.1 এর সঙ্গে পেশ করা হয়েছে।

ওজন এবং ডায়মেনশন: OnePlus Nord N30 SE 5G এর ডায়মেনশন 165.6 × 76 × 7.99 এমএম এবং ওজন 193 গ্রাম।

You might also like!