Technology

3 hours ago

OnePlus 13R:৩৬,৫০০ টাকার নিচে OnePlus 13R, ফ্লিপকার্টে শুরু হল স্পেশাল সেল

OnePlus 13R under Rs 36,500, Flipkart sale
OnePlus 13R under Rs 36,500, Flipkart sale

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :যাঁরা নতুন ফোন কেনার জন্য সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন, তাঁদের জন্য সুখবর। জনপ্রিয় OnePlus 13R এখন Flipkart-এ পাওয়া যাচ্ছে কম দামে, যা বিশেষ করে বাজেট সচেতন ক্রেতাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।

এই বিশেষ অফারে ৩৬,৫০০ টাকারও কমে কিনে নেওয়া যাবে OnePlus 13R। তবে অফারটি সীমিত সময়ের জন্য, তাই হাতছাড়া হওয়ার আগে দ্রুত পদক্ষেপ নেওয়াই বুদ্ধিমানের কাজ। ডিলের পুরো তথ্য নিচে দেওয়া হল।

OnePlus 13R Flipkart ডিল
OnePlus 13R ভারতে লঞ্চের সময় ৪২,৯৯৯ টাকার দামে উপলব্ধ ছিল। বর্তমানে Flipkart-এ এটি ৩৮,৮৫৮ টাকায় তালিকাভুক্ত রয়েছে। এর পাশাপাশি, HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট EMI লেনদেনে অতিরিক্ত ২,৫০০ টাকা ছাড় মিলবে। চাইলে পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করেও আরও সাশ্রয়ের সুযোগ পাবেন।

OnePlus 13R এর স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য
ডিসপ্লে-OnePlus 13R 5G-তে দেওয়া হয়েছে 6.78-ইঞ্চি 1.5K LTPO 4.1 AMOLED ডিসপ্লে, যেখানে রয়েছে 120Hz রিফ্রেশ রেট ও সর্বোচ্চ 4,500 নিট ব্রাইটনেস। ডিসপ্লেটিকে সুরক্ষিত রাখতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i।

ব্যাটারি - OnePlus 13R ফোনটিতে শক্তি জোগাচ্ছে 6,000mAh ব্যাটারি, যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ক্যামেরা -ফটোগ্রাফির ক্ষেত্রে OnePlus 13R-এ রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 50MP টেলিফটো সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে দেওয়া হয়েছে 16MP ফ্রন্ট ক্যামেরা।

পারফরম্যান্সের পাশাপাশি উন্নত ক্যামেরা সিস্টেমের জন্যও OnePlus 13R হতে পারে প্রিমিয়াম স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি দারুণ পছন্দ।

You might also like!