Technology

1 month ago

OnePlus 13 :বিশাল ব্যাটারি ও শক্তিশালী প্রসেসর-সহ লঞ্চ হল OnePlus 13,এই ফোনে রয়েছে 2K+ OLED স্ক্রিন

OnePlus 13
OnePlus 13

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- সম্ভাব্য ক্রেতাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উন্মোচিত হল OnePlus 13। উল্লেখযোগ্য বিষয়, এটি বিশ্বের মধ্যে প্রথম স্মার্টফোন যা একদম নতুন প্রযুক্তি Qualcomm Snapdragon 8 Elite সহ হাজির হয়েছে। উপরন্তু এতে রয়েছে বড় মাপের ব্যাটারি। এর ক্ষমতা জানলে তাজ্জব হবেন অনেকেই – যা 6,000 এমএএইচ। ফোনটি এই বৈশিষ্ট্য তার পূর্বসূরী মডেল থেকে পেয়েছে। 

OnePlus 13 ফোনের দাম

12GB RAM + 256GB Storage – 4499 ইউয়ান (অর্থাৎ প্রায় 53,100 টাকা)

12GB RAM + 512GB Storage – 4899 ইউয়ান (অর্থাৎ প্রায় 57,890 টাকা)

16GB RAM + 512GB Storage – 5299 ইউয়ান (অর্থাৎ প্রায় 62,590 টাকা)

24GB RAM + 1TB Storage – 5999 ইউয়ান (অর্থাৎ প্রায় 70,850 টাকা)

OnePlus 13 ফোনের দাম 50 হাজার টাকার চেয়ে বেশি। চীনে এই ফোনটি 12GB RAM, 16GB RAM ও 24GB RAM সহ পেশ করা হয়েছে এবং এতে 256GB থেকে 1TB পর্যন্ত স্টোরেজ রয়েছে। চীনের বাজারে এই ফোনের দাম 4499 ইউয়ান থেকে শুরু হয়ে 5999 ইউয়ান পর্যন্ত রাখা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম 53,100 টাকা থেকে 70,850 টাকা পর্যন্ত।

OnePlus 13 ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে

OnePlus 13 ফোনে 3168 × 1440 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.82-ইঞ্চির 2K+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন LTPO AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট, 4500nits পীক ব্রাইটনেস, 2160Hz PWM ডিমিং এবং Dolby Vision সাপোর্ট করে। এতে আলট্রা সনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং এটি Crystal Shield super ceramic glass দিয়ে প্রোটেক্টেড।

পারফরমেন্স

চীনে OnePlus 13 ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে কালার ওএস যোগ করা হয়েছে। ভারতে ফোনটি অক্সিজেন ওএস সহ পেশ করা হবে। প্রসেসিঙের জন্য এতে 4.32GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এতে রয়েছে Snapdragon 8 Elite CPU।

স্টোরেজ

চীনে OnePlus 13 ফোনটি 12GB, 16GB এবং 24GB RAM সহ তিনটি RAM ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই তিনটি মডেলেই LPDDR5X RAM টেকনোলজি রয়েছে। এই ফোনে UFS 4.0 Storage টেকনোলজি সহ 256GB, 512GB এবং 1TB স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটির বেস মডেলে 12GB RAM + 256GB Storage রয়েছে এবং টপ মডেলে 24GB RAM + 1TB Storage দেওয়া হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য OnePlus 13 ফোনে Hasselblad ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.6 অ্যাপার্চারযুক্ত এবং OIS ও 23mm ফোকাল লেন্থ সাপোর্টেড 50MP Sony LYT-808 প্রাইমারি সেন্সর, এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP Samsung JN1 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.6 অ্যাপার্চারযুক্ত Sony LYT600 পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হয়েছে।

সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32MP Sony IMX615 ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনের ক্যামেরা 120x digital zoom, 6x in-sensor zoom, 8K video রেকর্ডিং এবং 3.5cm macro শট তুলতে সক্ষম।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 100W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি 50W ওয়্যারলেস চার্জিং এবং magnetic charging সাপোর্ট করে।

OnePlus 13 ফোনের ফিচার

OnePlus 13 ফোনে বিশ্বের প্রথম DisplayMate A++ রেটিং সহ ডিসপ্লে যোগ করা হয়েছে।

হেভি প্রসেসিঙের সময় ফোনটি ঠাণ্ডা রাখার জন্য এতে 9925mm VC heat ডিসপেনসন এরিয়া দেওয়া হয়েছে।

ফোনে গেম খেলার সময় 4D vibration এক্সপেরিয়েন্সের জন্য Bionic vibration motor Turbo রয়েছে।

ফোনটির বাঁদিকের ফ্রেমে three-stage alert slide ​বাটন দেওয়া হয়েছে।

এই ফোনে জল ও ধুলোর থেকে সুরক্ষার জন্য IP68 + IP69 রেটিং যোগ করা হয়েছে।

এই ফোনটিতে 4-microphone এবং Dolby Atmos সহ Stereo speaker দেওয়া হয়েছে।

কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনটি NFC, Wi-Fi 7 এবং Bluetooth 5.4 সাপোর্ট করে। এর সঙ্গে এই ফোনে USB Type-C 3.2 Gen1 রয়েছে।

You might also like!