Technology

6 months ago

Uber: Uber বুক করেই এবার এই কাজটি করতে পারবেন! জানুন বিস্তারিত

Uber (File Picture)
Uber (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উবের বুক করেছেন। অনেক দুরের রাস্তা যেতে হবে। থেকে থেকেই জ্যামে ফেঁসে যাচ্ছে গাড়ি। এই একঘেয়ে সফর কি আর ভালো লাগে? জানলার বাইরে তাকালেও সেই ঘুরিয়ে ফিরিয়ে একই বিল্ডিং। ফলে সারাক্ষণ মাথায় চিন্তা, কখন গন্তব্যে পৌঁছবেন। তবে এবার সেসব দিন শেষ হতে চলেছে। কারণ এই উবের অ্যাপেই নতুন গেম যোগ করতে চলেছে সংস্থা।
জানা যাচ্ছে, এই অ্যাপে যুক্ত হবে মিনি-গেমস। ফলে উবের অ্যাপটি খুলে খেলতে খেলতেই গন্তব্যে পৌঁছে যাবেন। যাত্রীদের সফর উপভোগ্য করে তুলতেই এই উদ্যোগ বলে সংস্থা সূত্রে খবর। তবে আইফোন ইউজাররাই আপাতত এই সুবিধা পাবেন। সোমবার উবের অ্যাপের সর্বশেষ ভার্সানে ইঙ্গিত মিলেছে যে একাধিক গেম খেলার সুযোগ পাবেন ইউজাররা। তবে গেম খেলার সময় আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকা জরুরি।
এবিষয়ে যদিও উবেরের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তাই ঠিক কবে থেকে এই পরিষেবা চালু হবে কিংবা প্রত্যেকেই গেম খেলতে পারবেন কি না, তা স্পষ্ট নয়। এর জন্য আলাদা করে টাকা কাটবে কি না, তা জানতেও আরও খানিকটা অপেক্ষা করতেই হবে।

You might also like!