Technology

5 months ago

লো-বাজেটে আইফোনের ডিজাইন!28 জুন ভারতে লঞ্চ হবে সস্তা Realme C61 স্মার্টফোন

Realme C61
Realme C61

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রিয়েলমি বর্তমানে একটি নতুন বাজেট স্মার্টফোন, Realme C61 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই এই ফোনটিকে জিসিএফ (GCF), থাইল্যান্ডের ন্যাশানাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC), ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS), মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারাল কমিউনিকেশন কমিশন (FCC) এবং গুগল প্লে কনসোল (google Play Console) – এর মতো বিভিন্ন পাবলিক সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে।আগামী 28 জুন কোম্পানি ‘সি’ সিরিজের অধীনে কম দামের Realme C61 স্মার্টফোন লঞ্চ করা হবে। কোম্পানি তাদের এই আপকামিং ফোন টিজ করে দিয়েছে এবং একইসঙ্গে এই ফোনের ছবিও লিক হয়ে গেছে।চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সস্তা Realme C61 4G স্মার্টফোনের দাম, স্পেসিফিকেশন এবং লিক ইমেজ সম্পর্কে।

Realme C61 4G এর দাম (লিক)

টিপস্টার প্যাশনেটগীক্স Realme C61 4G স্মার্টফোনের তথ্য শেয়ার করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টুইট করে Realme C61 4G স্মার্টফোনটি 7,699 টাকা দামে লঞ্চ করা হবে বলে জানিয়েছে। এই ফোনের 4GB RAM মডেলের দাম জানানো হয়েছে। লিক অনুযায়ী Realme C61 4G স্মার্টফোনে ভার্চুয়াল RAM সহ 8GB RAM দেওয়া হবে। এই ফোনে 64GB স্টোরেজ পাওয়া যাবে।

Realme C61 4G এর স্পেসিফিকেশন (লিক)

ডিসপ্লে: Realme C61 4G স্মার্টফোনে 720 × 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড HD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনে ওয়াটারড্রপ নচ স্টাইল ডিসপ্লে সহ 90Hz রিফ্রেশ রেট থাকতে পারে।

প্রসেসর: Realme C61 স্মার্টফোনে UniSoC Spreadtrum T612 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই অক্টা-কোর প্রসেসর 1.8গীগাহার্টজ ক্লক স্পীড সহ 2 ARM Cortex-A74 কোর এবং 6 Cortex-A55 কোর যোগ করা হতে পারে।

মেমরি: Realme C61 স্মার্টফোনে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে। এই স্মার্টফোনে 4GB ভার্চুয়াল RAM এবং ফিজিক্যাল RAM এর সহযোগিতায় 8GB RAM এর ক্ষমতা দেওয়া হতে পারে।

ক্যামেরা: লিক অনুযায়ী ফটোগ্রাফির জন্য Realme C61 স্মার্টফোনের ব্যাক প্যানেলে 32MP সুপার ক্লিয়ার ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে।

ফিচার: Realme C61 স্মার্টফোনে IP54 রেটিং সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনে মেটাল ফ্রেম এবং টফ গ্লাসের ব্যাবহার করা হবে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।


You might also like!