দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বর্তমান সময়কালে ডিজিটাল প্ল্যাটফর্মে নির্ভরশীল পুরো সমাজ ব্যবস্থা। স্মার্টফোন মানুষের হাতের মুঠোয়। একে অপরের সাথে যোগাযোগের নানান অ্যাপের সুযোগ সুবিধা থাকলেও অধিক ব্যবহার এবং জনপ্রিয়তার শীর্ষে রয়েছে হোয়াটসঅ্যাপ। তবে বছরের শুরুতেই কেন্দ্র জানিয়ে দিয়েছিল, সাইবার জালিয়াতদের সবচেয়ে পছন্দের অ্যাপ্লিকেশন হল হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত নিত্যনতুন ফাঁদ পাতছে হ্যাকাররা।
কীভাবে প্রতারকদের হাত থেকে সুরক্ষিত করবেন আপনার হোয়াটসঅ্যাপ? নিম্নে উল্লেখিত হলো ৫টি গুরুত্বপূর্ণ টিপস!
১) টু-স্টেপ ভ্যারিফিকেশনঃ আপনি যদি টু-স্টেপ ভ্যারিফিকেশন টার্ন অন করে রাখেন তাহলে একটা বড় রক্ষাকবচ হয়ে উঠবে তা। এটা অন করা থাকলে কেউ আপনার ফোন নম্বর জেনে রাখলেও কোনওভাবেই লগ ইন করতে পারবে না। কেননা সেক্ষেত্রে ভ্যারিফিকেশন কোড ইমেলে আসবে। ফলে তার নাগাল কোনওভাবেই পাবে না অপরাধীরা। তবে খেয়াল রাখুন, আপনার টি-স্টেপ ভ্যারিফিকেশন কোড কোনওভাবেই শেয়ার করবেন না যেন।
২) হোয়াটসঅ্যাপ আপডেটঃ হোয়াটসঅ্যাপ আপডেট করাটা খুবই জরুরি। কেননা প্রতিটি আপডেটেই নতুনতর সিকিউরিটি প্যাচ ও ফিচার থাকে যা হ্যাকারদের নাগালের বাইরে।
৩) লিঙ্কড ডিভাইসঃ হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে লিঙ্কড ডিভাইসে চোখ রাখুন। তাহলেই দেখতে পাবেন কোন কোন ডিভাইস আপনার অ্যাকাউন্টে লিঙ্ক করা আছে। যদি দেখেন এমনও ডিভাইস দৃশ্যমান, যেখান থেকে আপনি লগ ইন করেননি, তাহলে সেটি সেখান থেকে লগ আউট করে দিন।
৪) অজানা লিঙ্কের বিপদঃ অজানা নম্বর থেকে কোনও লিঙ্ক পাঠানো হলে ভুলেও ক্লিক করবেন না। হতেই পারে সেটা হ্যাকারদের ষড়যন্ত্র। একবার ক্লিক করে ফেললেই আপনার অ্যাকাউন্টের দখল পেয়ে যাবে হ্যাকাররা।
৫) ফোনটিকে সাবধানে রাখুনঃ আপনার ফোনটি যদি কোনও অবাঞ্ছিত ব্যক্তি হাতে পেয়ে যায়, তাহলে সেখান থেকেই সে আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারে। ফলে সব সময় সেটি লক করে রেখে নিজেকে সুরক্ষিত রাখুন।