Technology

5 months ago

BSNL Coverage Test: Jio, Airtel, Vi দাম বাড়াতেই BSNL-এ পোর্টের ধান্দা! জেনে নিন পদ্ধতি

BSNL Coverage Test
BSNL Coverage Test

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জল্পনা মতই জুলাই মাসের শুরুতেই Jio, Airtel, Vi তিন বেসরকারি টেলিকম সংস্থা তাদের ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করে দিয়েছে। ট্যারিফ প্ল্যান ১১ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হওয়ার ফলে বহু গ্রাহক রয়েছেন যারা মোবাইল রিচার্জ (Mobile Recharge) করার ক্ষেত্রে অসুবিধায় পড়ছেন। এই সকল গ্রাহকদের অনেকেই রয়েছেন যারা সস্তার রাষ্ট্রায়ত্ত টেলিকম নেটওয়ার্ক বিএসএনএলে (BSNL) পোর্ট করার ধান্দাও করছেন।

BSNL নেটওয়ার্কে মোবাইল নাম্বার পোর্ট করার পদ্ধতি

স্টেপ 1- Reliance Jio, Airtel এবং Vodafone Idea এর মধ্যে যে কোম্পানির নাম্বার রয়েছে তার থেকে একটি মেসেজ পাঠাতে হবে।

স্টেপ 2- আপনার ফোনের SMS বক্সে গিয়ে নতুন মেসেজ লেখার অপশন খুলুন।

স্টেপ 3- এখানে PORT লিখে একটি স্পেস দিয়ে আপনার মোবাইল নম্বর টাইপ করুন। উদাহরণ: PORT 901#####88

স্টেপ 4- মেসেজ টাইপ করার পরে এই 1900 নম্বরে পাঠিয়ে দিন।

স্টেপ 5- মেসেজ পাঠানোর সাথে সাথেই আপনি একটি নতুন মেসেজ পাবেন, যা 1901 নম্বর থেকে আসবে।

স্টেপ 6- 1901 নম্বর থেকে পাওয়া মেসেজে 8 সংখ্যার একটি ইউনিক কোড থাকবে। এটিকে ইউনিক পোর্টিং কোড অর্থাৎ UPC বলা হয়।

স্টেপ 7- এই 8 সংখ্যার পোর্টিং কোডে শুরুর 2টি ইংরেজি অক্ষর থাকবে এবং বাকি 6টি সংখ্যা থাকবে।

স্টেপ 8- জানিয়ে রাখি এই পোর্টিং কোড শুধুমাত্র 4 দিনের জন্য ভ্যালিড থাকবে এবং জম্মু-কাশ্মীর, অসম এবং উত্তর-পূর্বী সার্কেলে এর মেয়াদ 15 দিন পর্যন্ত হবে।

স্টেপ 9- আপনার পাওয়ার ইউনিক পোর্টিং কোডটি BSNL স্টোর বা যে কোনও মোবাইল শপে নিয়ে যেতে পারেন, যেখানে BSNL SIM সেল করা হয়।

স্টেপ 10-</strong BSNL আউটলেটে গিয়ে এপ্লিকেশন ফর্ম ফিলাপ করতে হবে, একইসঙ্গে নতুন SIM দেওয়া হবে এবং আপনার পরিচয় পত্রও জমা দিতে হবে।

You might also like!