Technology

1 month ago

ভারতেই তৈরি হবে iPhone 16 Pro এবং 16 Pro Max

iPhone 16 Pro and 16 Pro Max
iPhone 16 Pro and 16 Pro Max

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আইফোন ১৬ সিরিজ (iPhone 16 Series) লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। যদিও অ্যাপেল সংস্থা এখনও কিছু ঘোষণা করেনি আনুষ্ঠানিক ভাবে। তবে আইফোন ১৬ সিরিজ লঞ্চের আগে শোনা গিয়েছে একটি নতুন তথ্য। সূত্রের খবর, অ্যাপেল সংস্থা নাকি পরিকল্পনা করেছে আইফোন ১৬ প্রো মডেল (iPhone 16 Pro Models) ভারতে তৈরি করা হবে। এমনকি এও শোনা গিয়েছে, যেদিন থেকে গ্লোবাল মার্কেটে আইফোন ১৬ প্রো ফোন বিক্রি শুরু হবে সেদিন থেকেই ভারতে তৈরি হওয়া ফোনেরও বিক্রি শুরু হবে। এর আগে ভারতে আইফোন তৈরি হয়েছে। তবে তা আইফোন সিরিজ লঞ্চের পর। কিন্তু এই প্রথমবার লঞ্চের সময় বা বলা ভাল লঞ্চের আগেই ভারতে তৈরি হবে আইফোন ১৬ প্রো ফোন, এমনটাই শোনা গিয়েছে এখনও পর্যন্ত। এর পাশাপাশি এও শোনা যাচ্ছে যে, আইফোনের ব্যাটারিও ভারতে তৈরির পরিকল্পনা রয়েছে। অন্যান্য সংস্থাকেও সেই কাজে আহ্বান জানিয়েছে অ্যাপেল কর্তৃপক্ষ। 

Made in India iPhone

মিডিয়া রিপোর্টে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী অ্যাপল কোম্পানি এইবার তাদের নতুন আইফোন সিরিজের ‘প্রো’ মডেলগুলো ভারতে তৈরি করতে পারে। এর মধ্যে iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max স্মার্টফোন রয়েছে। রিপোর্ট অনুযায়ী এগুলো তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরের Foxconn প্লান্টে তৈরি করা হবে। বিশেষত্ব হল এটি প্রথমবার হতে চলেছে যখন অ্যাপল তাদের মোবাইল ফোনের বড় মডেলগুলির ভারতে তৈরি করছে।

কতটা সস্তা হবে আইফোন 16 মডেল?

যখন কোনো স্মার্টফোন বাইরে দেশ থেকে আনা হয়, তখন সেই ফোনগুলির উপর ট্যাক্স ও অন্যান্য ট্যাক্স প্রযোজ্য হয়। এই ট্যাক্সের জন্য ফোনের দাম বেড়ে যায় এবং ফোনগুলি কিছুটা বেশি দামেই সেল করা হয়। আপকামিং iPhone 16 সিরিজ যদি ভারতে তৈরি হয়, তাহলে ফোনগুলির প্রোডাকশন কোস্ট অনেকটাই কমে যাবে। তাই কোম্পানি এই আইফোনের দাম খুব বেশি বাড়াবে না বলেই মনে করা হচ্ছে, তবে এর মানে এও নয় যে এইবার Apple iPhone এর দাম খুব একটা সস্তা হবে।

iPhone 16 সিরিজের দাম (লিক)

iPhone 16 Pro Max স্মার্টফোনটির 1TB অর্থাৎ সিরিজের সবচেয়ে বড়ো ভেরিয়েন্ট 2 লক্ষ টাকা দামে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি 1,49,900 টাকা থেকে দাম শুরু হতে পারে।

iPhone 16 Pro ফোনটি ভারতীয় বাজারে 1,19,900 টাকা দাম রাখা হতে পারে।

iPhone 16 Plus ফোনটি ভারতীয় দাম 89,900 টাকা রাখা হতে পারে।

iPhone 16 ফোনটি ভারতীয় দাম 79,900 টাকা রাখা হতে পারে।

iPhone 16 সিরিজ স্পেসিফিকেশন (লিক)

iPhone 16 Pro স্মার্টফোনটি 6.27ইঞ্চির iPhone 16 Pro Max ফোনটি 6.86 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে।

অন্যদিকে iPhone 16 ফোনটি 6.1 ইঞ্চি XDR display সহ লঞ্চ করা হতে পারে।

এই সিরিজে Dynamic Island স্ক্রিন দেওয়া হতে পারে।

iPhone 16 Pro Max ফোনটিতে দুটি 48MP ক্যামেরা সেন্সর সহ Sony IMX903 telephoto periscope লেন্স দেওয়া হতে পারে।

iPhone 16 Pro ফোনটিতে 48MP Ultra Wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে, যা ProRAW ফটো ক্যাপচার এবং লো-লাইট ফটোগ্রাফির জন্য বেস্ট হতে চলেছে।

iPhone 16 সিরিজের দুটি Pro মডেলে 5x optical zoom সহ 25x digital zoom দেওয়া হতে পারে।

iPhone 16 series এর সমস্ত মডেলে 12MP TrueDepth ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।

You might also like!