Technology

7 months ago

Smartphine tips: রিসেট করলেই পুরনো ফোন হবে নতুনের মতো, বাজারে এল নয়া প্রযুক্তি, দেখে নিন কী করবেন

Smartphine tips
Smartphine tips

 

রন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃফোন কেনার পর থেকে তার স্পিড কমতে থাকে। নতুন নতুন যা স্পিড থাকে পরে ততটা ভালো পারফর্ম করে না। কিন্তু জানেন কি একবার রিসেট করলেই পুরনো ফোন হয়ে যাবে নতুনের মতো। অবাক করা হলেও এমনই সত্য। এর জন্য ফোন ফ্যাক্টরি রিসেট করতে হবে। এর দৌলতে অবাঞ্ছিত অ্যাপ, ম্যালওয়্যারের হাত থেকে মিলবে মুক্তি। জেনে নিন কীভাবে আপনার পুরনো ফোনকে বানাবেন নতুনের মতো।

প্রথম ধাপ- সেটিংসে গিয়ে সিস্টেম অপশনে ক্লিক করতে হবে।

দ্বিতীয় ধাপ- এখানে স্ক্রোল করলে একদম নীচের দিকে পাওয়া যাবে রিসেট অপশন। এবার সেখানে ক্লিক করুন।

তৃতীয় ধাপ- এবার ইরেজ অল ডেটা অপশনে ক্লিক করতে হবে। কিছু ডিভাইসে এটা ফ্যাক্টরি রিসেট অপশন হিসেবে দেওয়া থাকে।

চতুর্থ ধাপ- এরপর নিরাপত্তার জন্য ডিভাইস পিন চাওয়া হবে।

পঞ্চম ধাপ- ফোন নিজের মতো করে রিসেট করতে থাকবে। যদি দেখেন সফটওয়্যারের সমস্যার কারণে আপনি সেটিংস পরিবর্তন করতে পারছেন না তাহলে রিকভারি মোড ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কয়টি পদ্ধতি মেনে চলতে হবে।

প্রথমত এর জন্য আপনার ফোন অফ করতে হবে। এবার একসঙ্গে পাওযার ও ভলিউম ডাউনের বাটনে টিপে ধরে রাখতে হবে। এতে ফোন বুট করবে। তারপর স্ক্রিন চালু না হওয়া পর্যন্ত এই দুটি বোতাম একসঙ্গে টিপে ধরে রাখুন। এরপর ভাষা নির্বাচন করুন। শেষে রিকভারি অপশনে গিয়ে ওয়াইপ ডেটা অপশন সিলেক্ট করতে হবে। এবার দিতে হবে ভেরিফিকেশন কোড। তারপরই ফরম্যাট হয়ে যাবে আপনার ফোন। এভাবে সহজ পদ্ধতি মেনে আপনার পুরনো ফোন করে ফেলুন নতুনের মতো। এই পদ্ধতিতে দ্রুত সমস্যা থেকে মিলবে মুক্তি।


You might also like!