Breaking News
 
Red Fort Explosion: লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! আগুনে পুড়ল একাধিক গাড়ি, মৃত্যু অন্তত আটজন—তদন্তে নামল এনআইএ ও এনএসজি Suvendu attack mamata banerjee : মমতা ও তাঁর সরকার অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিচ্ছে : শুভেন্দু অধিকারী Prime Minister Narendra Modi : আরও ৪টি বন্দে ভারত ট্রেনের যাত্রা শুরু, বারাণসী থেকে সূচনা প্রধানমন্ত্রীর Michael Jackson Biopic: জাফর ইন দ্য হাউস! মাইকেল জ্যাকসনের বায়োপিকের টিজ়ার প্রকাশ্যে, মামার চরিত্রে নজর কাড়লেন ভাইপো Shah Rukh Khan Aryan Khan:'বাদশা ঘনিষ্ঠ' ফাঁস করলেন বড় খবর: এবার আরিয়ানের নির্দেশনায় দেখা যাবে শাহরুখ খানকে? Rashmika Mandanna Vijay Deverakonda:বাগদানের আংটির দামই ২ লাখ! এবার উদয়পুরে কবে চার হাত এক হবে রশ্মিকা ও বিজয়ের?

 

Technology

1 year ago

Huawei : আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হবে Huawei Nova Y72

Huawei Nova Y72
Huawei Nova Y72

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজকের দিনে দাঁড়িয়ে হুয়াই কোম্পানি ভারতের মার্কেটে অ্যাক্টিভ না হলে টেক প্রেমীরা এই ভ্রান্দ সম্পর্কে জানতে সমানভাবে আগ্রহী। এই কোম্পানি Huawei Nova Y72 নামে একটি নতুন ফোনে কাজ করছে বলে খবর পাওয়া গেছে। এই ফোনটিকে কোম্পানির আফ্রিকান ওয়েবসাইটে লিস্টেড হতেও দেখা গেছে, এখান থেকে ফোনটির ফটো এবং অন্যান্য কিছু ফিচার সম্পর্কে জানা গেছে।

কোম্পানির পক্ষ থেকে এই ফোনের লঞ্চ সম্পর্কে এখনও প্রজন্ত কিছু জানানো হয়নি, তবে ব্র্যান্ডের বিদেশি সাইটে এই ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। এখানে ফোনের ফটো শেয়ার করে ‘কামিং সুন’ লেখা হয়েছে। কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী গত বছর চীনে লঞ্চ করা Huawei Enjoy 70 এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে গ্লোবাল মার্কেটে Huawei nova Y72 পেশ করা হবে। এই ফোনের স্পেসিফিকেশন নিচে জানানো হল।

হুয়াওয়ে নোভা ওয়াই৭২-এর ডিজাইন অনেকটাই এনজয় ৭০-এর মতো। পিছনে আয়তক্ষেত্রাকার ক্যামেরা সেটআপ, সামনে একটি ইউ-আকৃতির নচ এবং দ্রুত অ্যাপ অ্যাক্সেসের জন্য একটি ডেডিকেটেড এক্স (X) বাটন রয়েছে। হুয়াওয়ে এখনও এই ফোনের সম্পর্কে বেশি কিছু প্রকাশ করেনি। তবে, চীনা ভার্সনের স্পেসিফিকেশন ওপর ভিত্তি করে আশা করা যায়, এতে ৬০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৫ ইঞ্চির এইচডি+ (৭২০ x ১,৬০০ পিক্সেল) ডিসপ্লে থাকতে পারে।

ফোনটিতে উন্নততর পারফরম্যান্সের জন্য ব্যবহৃত হবে কিরিন ৭১০এ চিপসেট। এটি তিন বছরের পুরোনো প্রসেসর, যা শুধুমাত্র 4G নেটওয়ার্ক কানেক্টিভিটি সাপোর্ট করবে৷ হুয়াওয়ে নোভা ওয়াই৭২-এর অন্যতম হাইলাইট হতে পারে বড় ৬,০০০ এমএএইচ ব্যাটারি, যা হুয়াওয়ে এনজয় ৭০-তেও রয়েছে। ক্যামেরা সেটআপও একই রকম হবে বলে আশা করা হচ্ছে, যা একটি সেকেন্ডারি লেন্সের পাশাপাশি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সমন্বয়ে গঠিত। নোভা ওয়াই৭২ হুয়াওয়ের ইএমইউআই (EMUI) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করবে।

এছাড়াও, হুয়াওয়ে নিশ্চিত করেছে যে Nova Y72 গ্রীন এবং ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে ও প্রাথমিক মূল্য হবে ৪,৯৯৯ সাউথ আফ্রিকান র‍্যান্ড (প্রায় ২২,১২০ টাকা)। লঞ্চ অফার হিসাবে কমপ্লিমেন্টারি গিফ্ট পাবেন ক্রেতারা। অফিসিয়াল টিজার অনুযায়ী, ক্রেতাদের একটি নেকব্যান্ডের সঙ্গে ল্যাম্প বিনামূল্যে দেওয়া হবে, যা আলাদা করে কিনলে খরচ হয় ১৭৯৮ সাউথ আফ্রিকান রান্ড (প্রায় ৭,৯৫৫ টাকা)।


You might also like!