Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Technology

2 years ago

Credit Card: উৎসবের মরশুমে ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটায় কী ভাবে খরচ কমাবেন?

Credit Card
Credit Card

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উৎসবের মরশুমে গ্রাহককে আকৃষ্ট করার জন্য অনেক সময়ই ক্রেডিট কার্ডে পেমেন্টের ক্ষেত্রে একাধিক অফার দেয় খুচরা বিক্রেতারা। বিভিন্ন ধরনের ছাড় মেলায় গ্রাহকদের মধ্যেও ক্রেডিট কার্ড ব্যবহার করে শপিংয়ের প্রবণতা বাড়ে। কিন্তু ক্রেডিট কার্ড ব্যবহার করে শপিংয়ের সময় অনেক ক্ষেত্রেই অর্থের পরিমাণ নিয়ে খেয়াল থাকে না। ফলে ঋণের অঙ্ক বেড়ে যাওয়ার শঙ্কা থাকে। স্বভাবতই ক্রেডিট কার্ডের বিল মেটাতে হিমসিম খেতে হয় গ্রাহককে। কী ভাবে খরচ নিয়ন্ত্রণে রাখবেন, তা নিম্নে উল্লেখ করা হল।

পছন্দের জিনিস কিনতে সকলেই চান। কিন্তু কেনার আগেই একটি বাজেট নির্ধারণ করা অত্যন্ত প্রয়োজনীয়। বাজেট অনুসারে পণ্য ক্রয় করলে আপনি সময়মতো সহজেই ঋণ পরিশোধ করতে পারবেন। উৎসবের কেনাকাটা শুরুর আঘে সবসময় নির্দিষ্ট পরিমাণ বাজেট তৈরির পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, বাজেট নির্ধারণ করলেই পণ্য বাছাইয়ের ক্ষেত্রে সুবিধা হবে। এতে আপনি আবেগপ্রবণ হয়ে খরচের পরিমাণ সহজেই এড়িয়ে চলা সম্ভব হবে।

জনপ্রিয় খুচরা বিক্রেতা বা অনলাইন মার্কেটপ্লেসে বেশ কিছু ক্রেডিট কার্ডে অ্যাওয়ার্ড, ক্যাশব্যাক অথবা ছাড় মেলে। সেই বিষয়গুলি মাথায় রেখে কার্ড নির্বাচন করুন। বিশেষত আপনি যেখান থেকে সবচেয়ে বেশি শপিং করে থাকেন, সেখানে কোন কোন কার্ডে বেশি অফার পাওয়া যায়, তা খতিয়ে দেখতে হবে। সেই অনুসারে, কার্ড নির্বাচন করা অত্যন্ত প্রয়োজনীয়। এক্ষেত্রে আপনি খরচ অনেকটাই কমাতে পারবেন।

কার্ড সোয়াইপের আগে নিজের ক্রেডিট সীমা সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করতে হবে। যদি আপনি নিজের ক্রে়ডিট সীমা অতিক্রম করে ফেলেন, সেক্ষেত্রে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। প্রয়োজনে নিজের কার্ড প্রদানকারী কর্তৃপক্ষের কাছে অস্থায়ী সীমা বৃদ্ধির অনুরোধ করতে পারেন।

কেনাকাটার আগেই আপনাকে অর্থ পরিশোধের পরিকল্পনা করতে হবে। সুদের চার্জ এড়াতে অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে ক্রেডিট কার্ডের ব্যালেন্স সম্পূর্ণ পরিশোধের পরিকল্পনা করুন। যদি তা সম্ভব না হয়, সেক্ষেত্রে ঋণ পরিশোধের কৌশল তৈরি করতে হবে। সুদের বোঝা কমানোর জন্য আগে থেকেই পরিশোধের পরিকল্পনা তৈরি করতে হবে।

মনে রাখবেন, আপনি যদি অতিরিক্ত কেনাকাটার জন্য নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ অর্থ পরিশোধ না করতে পারেন, সেক্ষেত্রে আপনার ক্রেডিট স্কোরের উপরও প্রভাব পড়বে।

You might also like!