Technology

8 months ago

Google Pixel : Google Pixel 9 এর রেন্ডার, দেখে নিন কেমন হতে পারে স্পেসিফিকেশন

Google Pixel 9
Google Pixel 9

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গুগল প্রতি বছর তাদের স্মার্টফোন ফ্যানদের জন্য কোম্পানির স্মার্টফোন সিরিজ পিক্সেলে নতুন নতুন ফোন লঞ্চ করে থাকে। এবার কোম্পানি তাদের পিক্সেল 9 সিরিজ লঞ্চ করতে পারে। কোম্পানি এই সিরিজে Google Pixel 9 এবং Google Pixel 9 Pro পেশ করবে বলে আশা করা হচ্ছে। প্রো মডেলের রেন্ডার আগেই সামনে এসেছে। এবার আমরা অনলিক্সের সঙ্গে হাত মিলিয়ে Google Pixel 9 এর রেন্ডার এবং 360 ডিগ্রী ভিডিও প্রকাশ্যে এনেছি। নিচে এই বিষ্যে বিস্তারিত জানানো হল।

Google Pixel 9 এর রেন্ডার প্রকাশ্যে এল

রেন্ডার অনুযায়ী, গুগল পিক্সেল ৯ ব্লু কালারে আসবে। ফোনটি ফ্লাট ডিজাইনের সাথে লঞ্চ হবে। আর এর ডিসপ্লের ডিজাইন হবে পাঞ্চ হোল। আবার গুগল পিক্সেল ৯ এর পিছনে অনুভূমিক ক্যামেরা সেটআপ দেখা যাবে।

রেন্ডার থেকে দেখা গেছে যে, এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এর মধ্যে একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স ব্যবহার করা হবে। এই লেন্স অনেক ডিজিটাল জুম সাপোর্ট করবে।

এদিকে Google Pixel 9 এর ডান দিকে পাওয়ার ও ভলিউম বাটন থাকবে। আর বাম দিকে দেখা যাবে অ্যান্টেনা মার্কিং। ডিভাইসটির উপরে মাইক্রোফোন, আর নীচে সিম স্লট, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন ও স্পিকার থাকবে।

আবার Google Pixel 9 এর ডিসপ্লে সাইজ হবে ৬.১ ইঞ্চি এবং এর পরিমাপ ১৫২.৮ x ৭১.৯ x ৬.৫মিমি। পারফরম্যান্সের জন্য এতে টেন্সর জি৪ প্রসেসর ব্যবহার করা হবে। এছাড়া ফোনটি সম্পর্কে আর কোনো তথ্য সামনে আসেনি।


You might also like!