Breaking News
 
Partha Chatterjee: মমতাকে বিস্ফোরক চিঠি পার্থর: 'অন্য অভিযুক্তদের পাশে দল থাকে, আমার ক্ষেত্রে ব্যতিক্রম কেন?' Amit Shah: 'সবাইকে খুঁজে বের করুন'! দিল্লি বিস্ফোরণ নিয়ে শাহের জরুরি বৈঠক, তদন্তে গতি বাড়ানোর নির্দেশ Delhi Blast: বিস্ফোরক তথ্য হাতে! লালকেল্লার চক্রীদের পরবর্তী নিশানায় ছিল দিওয়ালি, প্রজাতন্ত্র দিবস Patha Chatterjee: তিন বছর পর নিজের বাড়িতে পার্থ,ঘরে ঢুকতেই উঠল ‘জিন্দাবাদ’ স্লোগান—আবেগতাড়িত প্রাক্তন মন্ত্রী! Pakistan car blast: পাকিস্তানে জো়ড়া হামলা—ইসলামাবাদে প্রাণহানি ১২, খাইবারে পাক সেনার কনভয় হামলায় আহত ১৬! IPL 2025: সঞ্জু-জাডেজা ট্রেড ডিল পাকা? জল্পনা বাড়িয়ে RR অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা চেন্নাইয়ের

 

Technology

1 year ago

Youtube Shorts in Nokia: ফিচার ফোনে Youtube Shorts! NOKIA-র এই মডেলই টেক্কা দেবে স্মার্টফোনকে

NOKIA 106 4G
NOKIA 106 4G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার থেকে ফিচার ফোনেও Youtube শর্টস দেখার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এমনই বিশেষ ফিচার লঞ্চ করতে চলেছে মোবাইল প্রস্তুতকারী সংস্থা NOKIA। সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের তৈরি করে 4G সাপোর্টেড ২টি মডেলে Youtube শর্টস দেখার সুবিধা দেওয়া হচ্ছে।

NOKIA-র পেরেন্ট সংস্থা HMD বুধবার জানিয়েছে, NOKIA 110 4G এবং 106 4G মডেলে ইন্টিগ্রেডেট ক্লাউড অ্যাপ সার্ভিস দেওয়া হবে। Google ID-র মাধ্যমে লগইন করে ওই অ্য়াপগুলির ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। বর্তমানে ওই দুটি মডেলের দাম যথাক্রমে ২৩৯৯ টাকা এবং ২১৯৯টাকা।

শুধু Youtube Shorts নয়, সংবাদ, আবহাওয়া রিপোর্ট,ক্রিকেট স্কোর সহ একাধিক ইনবিল্ড ফিচার অ্য়াকসেস করার সুবিধা দেওয়া হবে। Youtube ছাড়াও BBC হিন্দি, সোকোবান, ২০৪৮ গেমসের মতো অ্য়াপগুলি দেওয়া থাকবে।

NOKIA 106 4G মডেলে রয়েছে 1.8 QVGA ডিসপ্লে, FM রেডিও, MP3 প্লেয়ার। অন্যদিকে 110 4G মডেলে এই ফিচারগুলি ছাড়াও ডাস্ট এবং ওয়াটার রেজিস্টেন্স থাকছে।


You might also like!