Technology

8 months ago

Ather :নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল এথার, দেখে নিন ফিচার

Ather 450 Apex
Ather 450 Apex

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বেঙ্গালুরুর ইলেকট্রিক ভেহিকল স্টার্ট-আপ Ather Energy একটি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে দিল। লেটেস্ট ফ্ল্যাগশিপ স্কুটারের নাম Ather Apex 450। স্কুটারের দাম শুরু হচ্ছে 1.89 লাখ টাকা (এক্স-শোরুম)। স্কুটারের বুকিং গত মাসেই শুরু হয়ে গিয়েছিল। তার জন্য কাস্টমারদের টোকেন অ্যামাউন্ট দিতে হচ্ছিল মাত্র 2,500 টাকা। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, 2024 সালের মার্চ মাস থেকে স্কুটারের ডেলিভারি শুরু হয়ে যাবে।

Ather 450 Apex নতুন ফিচার

এই নতুন ইলেকট্রিক স্কুটারটিতে এটির আগের সংস্করণ Ather 450X –এর তুলনায় একাধিক নতুন আপগ্রেডেড ফিচার্স প্রদান করা হয়েছে। স্কুটারটিতে একটি শক্তিশালী 7.0 kW/26 Nm মোটর রয়েছে যেটি সর্বাধিক 100 কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি গতি অফার করে। এর আগের সংস্করণটি সর্বাধিক 90 কিলোমিটার প্রতি ঘন্টার গতি উৎপন্ন করতে সক্ষম ছিল। অ্যাক্সিলারেশনের ক্ষেত্রেও এই স্কুটারটিতে আপগ্রেডেশন করা হয়েছে। স্কুটারটি স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকার পর স্টার্ট দেওয়া হলে মাত্র 2.9 সেকেন্ডের মধ্যে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতি উৎপন্ন করতে সক্ষম।

Ather 450 Apex ব্যাটারি

এই নবনির্মিত বৈদ্যুতিক স্কুটারটিতে 3.7 kWh –এর ব্যাটারি প্যাক রয়েছে। উল্লেখ্য, 450X স্কুটারটিতেও এই একই ব্যাটারি প্যাক ছিল। কিন্তু এই ক্ষেত্রে পরিষেবার রেঞ্জ প্রসারিত করা হয়েছে। স্কুটারটি একবার দেওয়া চার্জে সর্বাধিক 157 কিলোমিটার পর্যন্ত পরিষেবা প্রদান করতে সক্ষম। এছাড়াও, স্কুটারটিতে নতুন ‘Wrap+’ মোড সহ মোট পাঁচটি রাইডিং মোডের সুবিধা দেওয়া হয়েছে। আরও একটি চমকপ্রদ ফিচার হিসাবে রয়েছে ‘Magic Twist’ । এই ফিচারটির মাধ্যমে ব্রেক ব্যবহার না করেই শুধুমাত্র থ্রটল রিলিজ করে স্কুটারটিকে স্লোডাউন করার সম্ভব।

Ather 450 Apex অন্যান্য বৈশিষ্ট্য

এথারের পক্ষ থেকে নির্মিত এই নতুন স্কুটারটি ইন্ডিয়ান ব্লু পেন্ট এবং ট্রান্সপারেন্ট সাইড প্যানেলের বিকল্প অফার করছে। এই বৈশিষ্টগুলি অবশ্যই গাড়িটিকে একটি আকর্ষণীয় লুকস প্রদান করতে চলেছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। এছাড়াও এটি একটি এক্সটেন্ডেড 5-ইয়ার/60,000 কিলোমিটার ব্যাটারি ওয়ারেন্টির সুবিধা অফার করছে। এর আগের সংস্করণটিতে 3 বছর/30,000 কিলোমিটার ওয়ারেন্টির সুবিধা প্রদান করা হত। এই পরিবর্তনগুলি ছাড়া, স্কুটারটির অন্যান্য সমস্ত বৈশিষ্ট্যর ক্ষেত্রে এটির পূর্ব সংস্করণ 450X –এর তুলনায় সেইভাবে কোন পরিবর্তন করা হয়নি। হার্ডওয়্যার ও ফিচার্স প্রায় একই ধরনের। তবে ইতিমধ্যেই প্রকাশ্যে আসার পর থেকে দেশের দুই চাকার গাড়ির বাজারে একটি বড় অংশের গ্রাহকের মনে যায়গা করে নিয়েছে নবনির্মিত স্কুটারটি।


You might also like!