Technology

9 months ago

Most Deleted app 2023 : ২০২৩ সালে কোন অ্যাপ সবথেকে বেশি ডিলিট হয়েছে, জানেন?

Most Deleted Mobile App 2023 (Symbolic Picture)
Most Deleted Mobile App 2023 (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোশ্যাল মিডিয়ার যুগে ফোনে যে অ্যাপগুলো সবথেকে বেশি ব্যবহার হয় তার মধ্যে অধিকাংশ ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ নয়তো অন্য কোনও প্ল্যাটফর্ম।এই অ্যাপগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন স্মার্টফোন ব্যবহারকারীরা। কিন্তু, এমন ও অনেক সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে যা সময়ের সঙ্গে সঙ্গে নিজের ফোন থেকে মুছে ফেলেছেন বহু মানুষ। 

চলতি বছর সবথেকে বেশি ডিলিট হয়েছে ইন্সটাগ্রাম। হ্যাঁ, ঠিকই শুনছেন যে অ্যাপে হাত পড়লেই নজরকাড়া সব ছবি, রিলসের দেখা পাওয়া যায় তা থেকেই নাকি মানুষের মন উঠে গিয়েছে। ২০২৩ সালে প্রচুর মানুষ ফোন থেকে ডিলিট করেছেন ইনস্টাগ্রাম।

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক ফার্ম TRG ডেটাসেন্টারের রিপোর্ট অনুযায়ী, মেটার থ্রেডস অ্যাপ যারা ৫ দিনে ১০০ মিলিয়ন ইউজারের মাইলস্টোন স্পর্শ করেছিল, তাঁদের অ্যাক্টিভ ইউজার কমেছে ৮০ শতাংশ। বহু সোশ্যাল মিডিয়া অ্যাপ জনপ্রিয় হয়ে ওঠার জন্য রীতিমতো সংগ্রাম চালিয়েছে গোটা বছর।

রিপোর্ট অনুযায়ী, সবথেকে বেশি মানুষ ডিলিট করতে চান ইনস্টাগ্রাম অ্যাপ। ২০২৩ সালে বিশ্বব্যাপী ১০ লাখের বেশি মানুষ, ‘কী ভাবে ইনস্টাগ্রাম অ্যাপ মুছে ফেলতে হয়’ সার্চ করেছেন। বিশ্বব্যাপী প্রতি ১ লাখ মানুষের মধ্যে ১২,৫০০ জন সার্চ করেছেন কী ভাবে ডিলিট করা যায় ইনস্টাগ্রাম। যা প্রমাণ করে দেয় ফোনে এই অ্যাপ রাখতে অনিচ্ছুক অনেকেই।স্ট্যাটিসটার পরিসংখ্যান অনুযায়ী, তারা 9টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের উপর গবেষণা চালায়। এই অ্যাপগুলি মোটামুটি সব দেশেই ব্যবহার করা যায়। কয়েকটি দেশ ছাড়া। তারপর তারা গত ১২ মাসে ‘কী ভাবে অ্যাকাউন্ট ডিলিট করতে হয়’ এই সার্চ বের করে। তার উপর ভিত্তি করে এই রিপোর্ট পেশ করে কোম্পানি।

ইনস্টাগ্রানের পর তালিকায় রয়েছে - স্ন্যাপচ্যাট, টুইটার (যা বর্তমানে X), টেলিগ্রাম, ফেসবুক, টিকটক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এবং উইচ্যাট। প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন, যা ফোন মুছে ফেলতে চান অধিকাংশ স্মার্টফোন ইউজার।

You might also like!