Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Technology

1 year ago

Mobile Recharge Plan: 70 দিনের ভ্যালিডিটি সহ সেরা বিএসএনএল প্ল্যান,কতটা সুরাহা মিলবে BSNL-এ জেনে নিন

BSNL Plan
BSNL Plan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সরকারী টেলিকম কোম্পানি বিএসএনএল সম্প্রতি তার প্রিপেইড প্ল্যানে বদল করেছে। এখানে আমরা বিএসএনএল এর এমন একটি প্ল্যানের বিষয় বলবো, যা কম দামে একগুচ্ছ সুবিধা অফার করে। আপনি যদি বেশি ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান চাইছেন, তবে 197 টাকার প্ল্যান ভাল বিকল্প হতে পারে। আসুন জেনে নেওয়া যাক কী কী সুবিধা পাওয়া যাবে এই প্ল্যানে।

জেনে নিন ২০০ টাকার নীচে BSNL-এর রিচার্জ প্ল্যান কোনগুলি। এবং সেগুলি থেকে কী কী সুবিধা পাওয়া যাবে?

১১৮ টাকার প্ল্যান-এই প্ল্যানের বৈধতা ২০ দিন। গ্রাহকরা এই প্ল্যানের মাধ্যমে মোট ১০ GB ডেটা পাবেন। এর সঙ্গে আনলিমিটেড কলিং এবং গেমিং অ্যাপের সুবিধা পাবেন।

১৫৩ টাকার প্ল্যান- এই প্ল্যানে মোট ২৬ GB ডেটা ব্যবহারের সুবিধা দেওয়া হবে। এছাড়াও আনলিমিডেট কলিং এবং ১০০ টি করে দৈনিক SMS এর সুবিধা দেওয়া হবে। ২৬ দিনের বৈধতা থাকবে এই প্ল্যানে।

১৯৯টাকার রিচার্জ প্ল্যান- ৩০ দিনের বৈধতা দেওয়া হয়েছে এই রিচার্জ প্ল্যানে। গ্রাহকরা দৈনিক ২GB করে ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও আনলিমিটেড কলিং, দৈনিক ১০০টি করে SMS এবং একাধিক অ্য়াপ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন।

You might also like!