Technology

9 months ago

Whatsapp tips: হোয়াটসঅ্য়াপের মাধ্যমে ভুল তথ্য শেয়ার করছেন না তো? বড় বিপদে পড়তে পারেন

Whatsapp
Whatsapp

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হোয়াটসঅ্য়াপকে ব্যবহার করে কোনও খারাপ কাজ করছেন? তাহলে সাবধান হওয়ার সময় এসে গিয়েছে। কোটি কোটি অ্য়াকাউন্ট সম্পূর্ণভাবে বন্ধ করে দিচ্ছে এই চ্যাটিং প্ল্যাটফর্মটি। সম্প্রতি এমনই একটি রিপোর্ট পেশ করেছে Meta। ওই রিপোর্টে উল্লেখ রয়েছে, ২০২৩ সালে ৭ কোটিরও অ্য়াকাউন্ট বন্ধ করেছে Whatsapp।

তথ্য প্রযুক্তি আইন (2021) কে হাতিয়ার করে এই পদক্ষেপ নিয়েছে Meta-র ওই প্ল্যাটফর্মটি। মূলত ভুয়ো তথ্য শেয়ার, খারাপ ছবি, প্রতারণা সহ একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল ওই অ্য়াকাউন্টটগুলি। সেকারণেই ওই অ্য়াকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হয়েছে।

Meta-র রিপোর্ট অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৩ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ৬ কোটি ৯৩ লাখ অ্য়াকাউন্ট ব্যান করা হয়েছিল। তারপর শুধুমাত্র ডিসেম্বর মাসে সেই সংখ্যাটা ৭ কোটি ছাড়িয়েছে।

You might also like!