Odisha

11 months ago

Santa Claus at Puri Beach: জগন্নাথের শহরে তৈরি হল বিশ্বের সবথেকে বড় সান্টা ক্লজ

The world's largest Santa Claus is built in Puri Beach (Collected)
The world's largest Santa Claus is built in Puri Beach (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুধুমাত্র সমুদ্রের বিশাল ঢেউই নয়, পুরীর সমুদ্র সৈকতে দেখা মেলে বালু শিল্প বা স্যান্ড আর্টেরও। এই স্যান্ড আর্টের মাধ্যমে দেশ-বিদেশে সম্মান অর্জন করেছেন ওড়িশার বালু শিল্পী সুদর্শন পট্টনায়েক। বিভিন্ন উৎসবে বা দেশের বড় সাফল্যে তিনি পুরীর সমুদ্র সৈকতে বালিতে তাঁর শৈল্পিক কারুকার্য ফুটিয়ে তোলেন। এবার তিনি বিশ্বের সবথেকে বড় সান্টা ক্লজ তৈরি করে রেকর্ড গড়লেন। 

ক্রিসমাস উপলক্ষে পুরীর ব্লু ফ্ল্যাগ সমুদ্র সৈকতে বিশালাকার সান্টা ক্লজ তৈরি করেন সুদর্শন পট্টনায়ক। তবে এই সান্টা ক্লজ একটু আলাদা। বালির উপরে পেঁয়াজ দিয়ে বিশ্বের সবথেকে বড় সান্টা ক্লজ তৈরি করেছেন সুদর্শন। সান্টা ক্লজের সঙ্গে দেওয়া হয়েছে এক বিশেষ বার্তাও, “গিফ্ট অ্যা প্লান্ট, গ্রিন দ্য আর্থ”। 

You might also like!